Header Ads

হিন্দুত্ব ছাড়েননি বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরে

নয়া ঠাহর ওয়েব ডেস্ক --  ৭ মার্চ

শনিবার অযোধ্যায় গেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা উদ্বব ঠাকরে । অযোধ্যায় উদ্বব ঘোষণা করেছেন, তিনি বিজেপির জোট ছেড়েছেন বটে কিন্তু হিন্দুত্ব ছাড়েননি। অযোধ্যায় রামমন্দির নির্মাণে এক কোটি টাকা দেওয়ার ঘোষণাও করেন তিনি ।

ছবি, সৌঃ আন্তৰ্জাল

উদ্বব ঠাকরে মুখ্যমন্ত্রী হওয়ার  পর প্রথমবারের মতো অযোধ্যায় গেলেন । উদ্বব বলেন, বিজেপি আর হিন্দুত্ব এক নয় । হিন্দুত্ব আলাদা বিষয় । তিনি সেই মতাদর্শ ত্যাগ করেননি ।

রামমন্দির নির্মাণ সম্পর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন , শুক্রবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর  সঙ্গে কথা বলেছেন । দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রামভক্তদের থাকার ব্যবস্থা করার বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান উদ্বব ঠাকরে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.