একমাস ব্যাপী বিধানসভার বাজেট অধিবেশন সোমবার থেকে, জ্বলন্ত ইস্যুতে উত্তপ্ত হবে, বাজেট পেশ সন্ধ্যা গড়িয়ে যাবে
অমল গুপ্ত, গুয়াহাটি : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে আসু, জাতীয়তাবাদী যুব
ছাত্র পরিষদ, কৃষক মুক্তি সংগ্রাম পরিষদ সহ ডান, বাম অধিকাংশ
রাজনৈতিক দল আন্দোলন অব্যাহত রেখেছে, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আকাশ সমান মূল্য
বৃদ্ধি, একবারে এল পি জি সিলিন্ডারের দাম বাড়ল 149 টাকা, কালোবাজার ছাড়া কেরোসিন তেল পাওয়া যায় না।
বিদ্যুৎ চিত্র ও আশাব্যঞ্জক নয়, লোডশেডিং চলেছে, অসম চুক্তির 6 নম্বর দফা, খিলাঞ্জিয়া নানা
মত, এই সব কিছু ইস্যু বিধানসভার বাজেট অধিবেশনকে
উত্তপ্ত করে তুলবে। কাল থেকে অসম বিধানসভার 14তম অধিবেশন শুরু হবে, চলবে 30 মার্চ পর্যন্ত।
আগামী 6 মার্চ বিধানসভায় অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা 2020, 2021 অর্থ বছরের
বাজেট পেশ করবেন। 6 মার্চ শুত্রুবার প্রশ্ন পর্ব দিয়ে অধিবেশন শুরু হবে বেলা 11-30 পর্যন্ত, আবার অপরাহ্নে
অধিবেশন বসবে। অপরাহ্নে বাজেট পেশের সম্ভাবনা আছে। গত বাজেট পাঠ করতে অর্থ
মন্ত্রীর সময় লেগেছিল তিন ঘণ্টার ও বেশি, তাই এবার বাজেট পেশ রাতেই হবে যা বিধানসভার
ইতিহাসে হবে সর্বপ্রথম। এবার বাজেট অধিবেশনকে ঘিরে কড়া নিরাপত্তা মূলক ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে। বৈদ্যুতিক মাধ্যম ও ছাপা মাধ্যমের পাঁচ শতাধিক সাংবাদিক অধিবেশন
কভার করবেন, তার মধ্যে আক্রিডিএটেড সাংবাদিক প্রায় 160 জন।
বিধানসভার প্রধান সচিব মৃগেন্দ্র কুমার ডেকা আজ জানান, 2020 সালের কোর্ট
ফিজ সংশোধনী বিল, গুয়াহাটি পুর
করপোরেশন সংশোধনী বিলটি সরকার তুলবে, এছাড়া, পরিবহন বিভাগের একটি বিল পেশের কথা আছে।
কোন মন্তব্য নেই