Header Ads


২০ মার্চ থেকে এনআরসি-র রিজেকশন স্লিপ দেওয়ার পরিকল্পনা সরকারের
অমল গুপ্ত, গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জীর কাজ এখনও ১২ শতাংশ কাজ বাকি আছে। বর্তমানে ‘স্পিকিং অর্ডার স্ক্যানিং’ চলছে। আগামী ২০ মার্চ থেকে রিজেকশন স্লিপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছ। বিধানসভায় অগপর রমেন্দ্র নারায়ণ কলিতার এক প্রশ্নের জবাবে বাণিজ্য পরিবহন মন্ত্রী চন্দ্রমােহন পাটোয়ারি একথা জানিয়ে বলেন, ১৯৮৫ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর মাস পর্যন্ত ৪ লক্ষ ৩২ হাজার ৯৪৪টি মামলা বিদেশিট্রাইব্যুনালগুলিতে বিচারাধীন হয়ে আছে। মােট ঘােষিত বিদেশি সংখ্যা হচ্ছে ১ লক্ষ ২৬ হাজার ৯৯৮ জন, ঘােষিত ভারতীয় নাগরিকের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৩৬৭ জন। এবং ২৯ হাজার ৮৯০ জন বিদেশিকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে বিদেশি ট্রাইব্যুনালের সংখ্যা ১০০ থেকে বৃদ্ধি করে ৩০০ করা হয়েছে।
বলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপরাকে অসমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্তি দেওয়ার পর অসমের পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে, বিদেশি পর্যটকদের সংখ্যা বেড়ে গেছে। আজ বিধানসভায় কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের জবাবে পর্যটন বিভাগের মন্ত্রী চন্দন ব্রহ্ম | একথা জানান, তিনি বলেন, ২০১৭-১৮ অর্থ বর্ষে ৩১ হাজাৰ ৭৩৯ জন বিদেশি পর্যটক অসম | সফর করেছে। সর্বমােট পর্যটকের সংখ্যা ৫৯, ৬৬৫৩০ জন। এই সময় রাজস্ব আদায় হয়েছে ৬০২,৩৫,৭০২.০০ কোটি টাকা। তিনি জানান, করিমগঞ্জ জেলায় অবস্থিত মালেগড় টিলা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তােলা হচ্ছে। ২০০৭-০৮ অর্থ বছরে কেন্দ্রীয় সরকার ২০.২৫ লক্ষ টাকা | কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছিল। করিমগঞ্জ জেলার ডেপুটি কমিশনার এই কাজটি রূপায়ন করার দায়িত্বে আছে।

ডিটেনশন ক্যাম্প থেকে ১৫৮৯ জনকে মুক্তি অমল গুপ্ত, গুয়াহাটি ও আজ বিধানসভায় কমলাক্ষ দে পুরকাস্থের অপর এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনােয়ালের পক্ষে পরিবহন মন্ত্রী চন্দ্রমােহন পাটোয়ারি জানিয়েছেন, রাজ্যে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা হচ্ছে ১ কোটি ৯১ লক্ষ ৮০ হাজার ৭৫৯ জন (৬১.৪৬%), মুসলিম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা হচ্ছে ১ কোটি ৬৭ লক্ষ ৯ হাজার ৩৫৪ জন (৩৪.৩২%), | খ্রিস্টান ১১৬৫৮৬৭ (৩.৭৩%), শিখ ২০৬৭২ (০.০৬৬%), বৌদ্ধ ৫৪৯৯৩ (০.১৭%), জৈন ২৫৯৪৯ (০.০৮%)। রাজ্যে অসমিয়া ভাষীর সংখ্যা ১৫০৯৫৭৯৭ (৪৮%), বাংলাভাষীর সংখ্যা। ৯০২৪৩২৪ (২৮%), বড়াে ভাষীর সংখ্যা ১৪১৬১২৫ (৪.৫৩%)। মন্ত্রী আরও জানান, রাজ্যে ১১৬টি ভাষাগােষ্ঠীর মানুষ বসবাস করেন। ২৯টি অনুসূচিত জনজাতির জনগােষ্ঠীর, ১৬টি অনুসূচিত জাতির এবং ৩২ টি অন্যান্য পশ্চাদপদ জনগােষ্ঠীর বাস। নজরুল হকের প্রশ্নের জবাবে পাটোয়ারি জানান, গােয়ালপাড়া, কোকরাঝাড়, শিলচর, ডিব্ৰুগড়, যােরহাট এবং তেজপুর ডিটেনশন ক্যাম্পে সর্বমােট ৬৮০ জন বিদেশি ঘােষিত বন্দি আছে। গােয়ালপাড়া জেলে ১৩৬ , কোকরাঝাড় জেলে ৬৩ জন, শিলচর জেলে ৪৩ জন, ডিব্ৰুগড় জেলে ২৭ জন, যােরহাট জেলে ১৬২ জন এবং তেজপুর জেলে ২৪৯ জন বন্দি আছে। মােট ১৫৮৯ জনকে মুক্তি | দেওয়া হয়েছে। ২০২০-র ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত গােয়ালপাড়া জেল থেকে ৫১৮ জন, কোকরাঝাড় জেল থেকে ৩৪১ জন, শিলচর জেল থেকে ১৩১ জন, ডিব্ৰুগড় জেল থেকে ৫৯ জন, যােরহাট জেল থেকে ১৯৬ জন এবং তেজপুর জেল থেকে ৩৪৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.