মেঘালয়ের চলতি পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকে বসতে রাজি হলেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা
নয়া ঠাহর প্রতিবেদন -- শিলং--৮ মার্চ
গত শুক্রবার মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ মুকুল সাংমা রাজ্যের আইন - শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে। এর জেরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি বৈঠকের জন্য জরুরি নোটিফিকেশন জারির নির্দেশ দিয়েছেন ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
ইছামতীর ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছিল বিরোধী পক্ষ । কনরাড সাংমা জানিয়েছেন, এই বিষয়ে ম্যাজিসট্রেট পর্যায়ের তদন্তের জন্য অপেক্ষা করবে সরকার ।
এদিকে, পরিস্থিতির উন্নতি ঘটায় কার্ফু উঠিয়ে নেওয়া হয়েছে ।
এদিকে, পরিস্থিতির উন্নতি ঘটায় কার্ফু উঠিয়ে নেওয়া হয়েছে ।
কোন মন্তব্য নেই