Header Ads

হাইলাকান্দিতে শ্রীরামকৃষ্ণ জন্মজয়ন্তী উদযাপিত


নয়া ঠাহর, হাইলাকান্দি : গত 25 ফেব্রুয়ারী 2020, মঙ্গলবার থেকে 1 মার্চ 2020, রবিবার পর্যন্ত হাইলাকান্দির শ্রীরামকৃষ্ণ সেবা সমিতিতে, প্রতি বছরের মতো এবারও প্রবল উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫তম জন্মজয়ন্তী উৎসব। উক্ত উৎসবে পূজা-আরতি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবের প্রথম দিন অর্থাৎ 25 ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর ৪-৩০ মিনিটে মঙ্গলারতি ও ভোর ৫-৩০ মিনিটে ঊষাকীর্তনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর একে একে পূজার্চনা, পুস্পাঞ্জলী প্রদান, ভোগারতি, প্রসাদ বিতরণসন্ধ্যায় সন্ধারতি। এরপর ৮-৩০ মিনিট থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় একটি নৃত্যালেখ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একইভাবে 26 ফেব্রুয়ারী, বুধবার সন্ধ্যা ৬-৩০ মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে ত্রিপুরা থেকে আগত দূরদর্শন ও বেতার শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় লোকসঙ্গীত ও বাউল গান। 27 ফেব্রুয়ারী বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে একইভাবে সন্ধ্যা ৬-৩০ মিনিট থেকে শুরু হয় শিলচর থেকে আগত দূরদর্শন ও বেতার শিল্পী অনুসুয়া মজুমদার ও সম্প্রদায় দ্বারা পরিবেশিত কীর্তনের অনুষ্ঠান। ৬ দিন ব্যাপী এই উৎসবে প্রতি দিনই প্রচুর ভক্ত সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। উল্লেখ্য, উৎসবের শেষ দিন অর্থাৎ আজ 1st  মার্চ সকাল ৮ টায় ছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিকৃতি সহ শোভাযাত্রা। দুপুর ১২-৩০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৬-৩০ মিনিট থেকে ধর্মসভা। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী সর্বোলোকানন্দজী এবং শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী বৈকুন্ঠানন্দজী মহারাজ। সভায় শ্রীরামকৃষ্ণের জীবন তথা উনার বিভিন্ন আধ্য্যত্মিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুরো উৎসবটিকে উপস্থিত থেকে সুন্দর ও সাফল্যমন্ডিত করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন হাইলাকান্দি শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি প্রেমাংশু শেখর পাল এবং সম্পাদক রত্নদীপ ভট্টাচার্য্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.