Header Ads

গুয়াহাটি ও উত্তর গুয়াহাটি সংযোগী ছয় লেন যুক্ত ব্রিজের ভূমি পূজন ও নির্মাণ কাজের শুভারম্ভ



দেবযানী পাটিকর
গুয়াহাটি  উত্তর-পূর্বের দ্বারই শুধু  নয়, হতে হবে দক্ষিণ-পূর্ব এশিয়ারও দ্বার : মুখ্যমন্ত্রী। 

গুয়াহাটি ও উত্তর গুয়াহাটি সংযোগী ৬ লেন যুক্ত ব্রিজের ভূমি পূজা ও নির্মাণ কাজ শুভরাম্ভ করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ।সাথে ছিলেন শিক্ষা ,স্বাস্থ্য,বিত্ত,পূর্ত  বিভাগের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।নগরের ভরলুমুখ স্থিত সোনারাম  হাই স্কুলের পেছনে  নদীর কিনারায় হয় এই ভূমি পূজার অনুষ্ঠান। এ ব্রিজটি তৈরি হয়ে গেলে ট্রাফিকের সমস্যা, যাতায়াত , পর্যটনও বাণিজ্যের ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আশা করা যাচ্ছে ।প্রায়  ২০৬৮ কোটি টাকা খরচা করে নির্মাণ করা হবে ১২৪০ মিটার দৈর্ঘ্যের  ব্রিজের নির্মাণ কাজ শেষ হলে মাত্র  পাঁচ মিনিটের উত্তর গুয়াহাটির আইএইটিতে পৌঁছানো যাবে আর চাংসারি স্থিতএইমসে পৌঁছতে গেলে প্রায় ১০ মিনিট সময়  লাগবে।৬ লেন যুক্ত এই ব্রিজের আকৃতি y এর মত হবে এবং এর দুই পাশে পদপথ থাকবে ।ব্রিজের কাজের ২০২৩ এর আগস্ট মাসের মধ্যে শেষ করা হবে অর্থাৎ চার বছরে এর নির্মাণ কাজ শেষ করা হবে।



উল্লেখনীয় যে ২০১৯ সনের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ব্রিজের আধারশীলা স্থাপন করেছিলেন। এদিনের ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন যে গুয়াহাটি শুধুমাত্র উত্তর-পূর্বের দ্বার হিসেবেই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বার  হিসেবেও একে  গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে আজকের দিন অসমবাসীর  জন্য এক মহত্ত্বপূর্ন দিন । ২০১৯সনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কয়েকটি প্রকল্পের আধারশীলা স্থাপন করেছিলেন সেই সমস্ত প্রকল্পের কাজ  রূপায়ণের পথে এগিয়ে নিয়ে যেতে পারা গেছে। ব্রিজটি  তৈরি হলে ব্রহ্মপুত্র নদের  কোন ক্ষতি হবে না ।যাতায়াতের সুব্যবস্থা থাকলে  একটি দেশে উন্নতির দিকে অগ্রসর হতে পারে। গত চার বছরে অসমের অনেক উন্নতি হয়েছে। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজর কাজ শেষ  হয়েছে আর কিছু কাজে এর  মধ্যে শেষ হবে এই ব্রিজের নির্মাণ কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার প্রচুর উন্নতি হবে। ব্রাজিলের systra আর হরিয়ানার এসপি সিংলা  কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামের দুটি কোম্পানিকে ব্রিজ নির্মাণ কাজের দায়িত্ব দেয়া হয়েছে। ব্রিজের  একটা ভাগ উত্তর গোহাটির ৩১ নম্বর রাষ্ট্রীয় রাজমার্গ কে ছুবে  আর বাকী দুটি ভাগ গুয়াহাটি র মালিগাঁও আর মাছখোয়ার  সাথে যুক্ত হবে।



এই ব্রিজটির অসমের পূর্ত বিভাগের অধীনে  নির্মাণ করা হবে। আর এর এক একটি পিলারের  মাঝে ২০০মিটারের  ব্যবধান থাকবে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ৮০% আর অসম সরকার ২০% এই  ব্রিজের খরচা বহন করবে।
উল্লেখনীয় যে গুয়াহাটি ও  উত্তর  গুয়াহাটি সংযোগী ব্রিজটি  নিয়ে খুব খুশি উত্তর গুয়াহাটির লোকেরা ।তাদের বক্তব্য যে রাতের বেলা কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তর গুয়াহাটি থেকে  গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিতে অনেক দেরি হয়ে যায়। ফলে অসুবিধায় পড়তে লাগে লোকেদের । এছাড়া নিয়মিত ফেরীতে যাতায়াত করা লোকদেরও  অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে খারাপ আবহাওয়া তে অনেক সময় ফেরী  ব্রম্মপুত্রের বুকে আবদ্ধ হয়ে গিয়ে  দুর্ঘটনার  সম্মুখীন হতে হয়।  এছাড়াও  প্রতিদিন হাজারো ছাত্র-ছাত্রী অফিসে কর্মীরা ব্যবসায়ীরা উত্তর গুয়াহাটি থেকে গুয়াহাটি যাতায়াত করে তাদের জন্য এই ব্রিজ অনেক সহায়তা করবে । এছাড়া উত্তর গুয়াহাটিত অনেক মঠ ,মন্দির রয়েছে ফলে পর্যটন ক্ষেত্রও অনেক  সুবিধা হবে। এছাড়া মালিগাও ও জালুকবারী এলাকার ট্রাফিক অনেক কমে যাবে বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানে মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য ,সাংসদ কুইন ওঝা,অনেক  বিধায়ক তথা গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.