Header Ads

শিলঙে ছুরিকাঘাতে আহত যুবক

নয়া ঠাহর প্রতিবেদন -- শিলং-- ৫ মার্চ 

বৃহস্পতিবার বেলা আড়াইটে নাগাদ অসমের বরপেটার বাসিন্দা জনৈক সানিদুল ইসলামকে  ( ২১) শিলঙের মাউখার এলাকায় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ছুরিকাঘাতে আহত করেছে । আহত সানিদুলকে চিকিৎসার     জন্য শিলঙের সিভিল হাসপাতালে ভর্তি করা হয় । সানিদুলের মাথায় ও পেটে আঘাত লাগে । বর্তমানে সে সংকট মুক্ত বলে জানিয়েছে পুলিশ ।

ছবি, সৌঃ আন্তৰ্জাল 

এদিকে শুক্রবার শিলঙের বড়বাজারে ভোর পাঁচটা থেকে দুপুর একটা অবধি কার্ফু শিথিল করার কথা জানানো হয়েছে । পুলিশ বাজারে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে অবধি কার্ফু শিথিল করার কথা ঘোষণা করা হয়েছে । শিলঙের বাকি জায়গায় ভোর পাঁচটা থেকে রাত নয়টা অবধি কার্ফু শিথিল করার কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন ।

সোহরাতে  ( চেরাপুঞ্জি ) শুক্রবার সকাল আটটা থেকে বিকেল ছয়টা অবধি কার্ফু শিথিল করার কথা ঘোষণা করেছে প্রশাসন । পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে প্রশাসন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.