মিশন ২০২০-র ব্লু-প্রিন্ট তৈরি করবেন মমতা, ২০২১-এ ‘কামব্যাক’ও লক্ষ্য তৃণমূলের !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
আসন্ন নাগরিক নির্বাচনের নীল নকশা প্রস্তুত করতে দলীয়কর্মীদের সঙ্গে বৈঠক করবেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং কাউন্সিলরদের উপস্থিত থাকতে বলা হয়েছে ওই বৈঠকে। ২ ও ৩ মার্চ তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে মমতার বৈঠক হবে নেতাজি ইন্ডোরে।
২ মার্চ রাজ্যের বিভিন্ন ব্লক ও ওয়ার্ডের সভাপতি ও নেতৃবর্গের সঙ্গে বৈঠক করবেন মমতা। আর ৩ মার্চ তিনি কলকাতা পুর নিগমের কাউন্সিলরদের সঙ্গে কথা বলবেন। জানা গেছে যে ২০২০ সালের পুর-নির্বাচন এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল এখন থেকে ব্লু-প্রিন্ট তৈরি করে রাখছে।
২০১৯ সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচন অনুসারে কলকাতার বেশ কিছু ওয়ার্ডে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে। বিজেপি বিধানসভা কেন্দ্রের অন্তত ১০০টি আসনেও এগিয়ে রয়েছে তৃণমূলের থেকে। কিন্তু লোকসভা পরবর্তী পর্যায়ে গত কয়েক মাসে বাংলায় বিজেপির অগ্রগতির গ্রাফ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
লোকসভা নির্বাচনে আশাতীত ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। যদিও সেই ব্যর্থতা তারা ঝেড়ে ফেলার ইঙ্গিত দিয়েছে তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। তিনটি নির্বাচনেই বিপুলভাবে জয়লাভ করেছে। এমনকী পিছিয়ে থাকা দুটি আসন তারা ছিনিয়ে নিয়েছে। আর উত্তর ২৪ পরগনার ৫টি পৌরসভার নিয়ন্ত্রণও ফিরে পেয়েছে তৃণমূল।
কোন মন্তব্য নেই