অবশেষে পুলিশের হাতে দিল্লী দাঙ্গায় আইবি অফিসার খুনি তাহির হুসেইন !!
নয়া ঠাহর, ৫ মার্চ
আম আদমি পার্টির (AAP) প্রাক্তন কাউন্সিলর তথা দিল্লী দাঙ্গায় আইবি অফিসার অঙ্কিত শর্মার খুনে অভিযুক্ত এবং দাঙ্গার আগুনে ঘি ঢালায় অভিযুক্ত তাহির হুসেইন অবশেষে আত্মসমর্পণ করলেন।
তাহিরের আইনজীবী মুকেশ কালিয়া জানান, তিনি চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশাল পাহুজার আদালতে আম আদমি পার্টি থেকে বহিষ্কৃত কাউন্সিলর আত্মসমর্পণের আবেদন দাখিল করেছেন।
আম আদমি পার্টির (AAP) প্রাক্তন কাউন্সিলর তথা দিল্লী দাঙ্গায় আইবি অফিসার অঙ্কিত শর্মার খুনে অভিযুক্ত এবং দাঙ্গার আগুনে ঘি ঢালায় অভিযুক্ত তাহির হুসেইন অবশেষে আত্মসমর্পণ করলেন।
তাহিরের আইনজীবী মুকেশ কালিয়া জানান, তিনি চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশাল পাহুজার আদালতে আম আদমি পার্টি থেকে বহিষ্কৃত কাউন্সিলর আত্মসমর্পণের আবেদন দাখিল করেছেন।
কোন মন্তব্য নেই