নারীদিবসেই টি ২০ বিশ্বকাপ ফাইনালে ৮৫ রানে হার ভারতীয় প্ৰমিলা বাহিনীর, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্ৰেলিয়া
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
মেলবৰ্নে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ ফাইনালে ৮৫ রানে হারল ভারতীয় মহিলা ক্ৰিকেটাররা। তবে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামতেই রেকৰ্ড গড়লেন দেশের সৰ্বকনিষ্ঠ মহিলা ক্ৰিকেটার শেফালি ভাৰ্মা। ছেলে এবং মেয়েদের বিশ্বকাপ ফাইনালে সৰ্বকনিষ্ঠ ক্ৰিকেটার হিসেবে নজির গড়লেন তিনি মাত্ৰ ১৬ বছর ৪০ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলার কীৰ্তি অৰ্জন করলেন ভারতীয় এই ষোড়ষী কন্যা। ২০১৯ সালে আন্তৰ্জাতিক ক্ৰিকেটে অভিষেক হয় শেফালির।
মেলবৰ্নে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ ফাইনালে ৮৫ রানে হারল ভারতীয় মহিলা ক্ৰিকেটাররা। তবে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামতেই রেকৰ্ড গড়লেন দেশের সৰ্বকনিষ্ঠ মহিলা ক্ৰিকেটার শেফালি ভাৰ্মা। ছেলে এবং মেয়েদের বিশ্বকাপ ফাইনালে সৰ্বকনিষ্ঠ ক্ৰিকেটার হিসেবে নজির গড়লেন তিনি মাত্ৰ ১৬ বছর ৪০ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলার কীৰ্তি অৰ্জন করলেন ভারতীয় এই ষোড়ষী কন্যা। ২০১৯ সালে আন্তৰ্জাতিক ক্ৰিকেটে অভিষেক হয় শেফালির।
ছবি, সৌঃ ইন্টারনেট
এদিন ১৮৫ রান তাড়া করতে নেমে মাত্ৰ ২ রান করে আউট হন শেফালি। অস্ট্ৰেলিয়ার ১৮৪ রানের জবাবে ভারতকে ৯৯ রান করেই ফিরে যেতে হয়। নারী দিবসে ভারতীয় নারী শক্তি প্ৰমাণের সুবৰ্ণ সুযোগ ছিল জেমাইমা রডরিগেজ, হরমনপ্ৰীত কৌর, তানিয়া ভাটিয়া, রিচা ঘোষদের সামনে। কিন্তু এযাত্ৰায় জয় এল না।
এদিন ক্ৰিকেটের ময়দানে অজিদের চাপের মুখে ভেঙে পড়ে ভারতীয় প্ৰমিলা বাহিনী। গোটা টুৰ্নামেন্টে দুরন্ত পারফৰ্ম করা শেফালিকে প্ৰথম ওভারেই ফিরিয়ে দেন মেগান স্কাট। এরপর আর ঘুরে দাড়াতে পারলেন না ভারতীয় কন্যারা। জেমাইমা রডরিগেজ (০), স্মৃতি মান্ধানা (১১), হরমনপ্ৰীত কৌর (৪), বেদা কৃষ্ণমূৰ্তিরা (১৯) রান ভারতের ঝুলিতে এনে দেন। দীপ্তি শৰ্মা একা ৩৩ রান করেন।
কোন মন্তব্য নেই