Header Ads

গুলি পকেটে করে সংসদ চত্ত্বরে ঢুকলে গ্ৰেফতার হয় আখতার খান নামের এক ব্যক্তি

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
বৃহস্পতিবার সকালে পকেটে ৩ রাউন্ড গুলি নিয়ে সংসদে ঢোকে আখতার খান নামে এক ব্যক্তি। পরে তাকে আটক করে নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী দিল্লিতে। সংসদের ভেতরে চেকিঙের সময় আওয়াজ হয়। তারপর পকেট চেক করে সেই গুলি পাওয়া যায়। তারপর ওই ব্যক্তিকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
দিল্লি পুলিশ জানিয়েছে- সংসদের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়িছিল আখতার। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে গুলি পকেটে করে ভেতরে গেল ওই ব্যক্তি। তা নিয়েই প্ৰশ্ন তুলেছেন অনেকে। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.