মেঘালয়ে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘর্ষে মৃতের সংখ্যা দাঁড়াল তিনে, থমথমে কার্ফু কবলিত শিলং
নয়া ঠাহর প্রতিবেদন, শিলং, 1 মার্চ : গত শুক্রবার থেকে শুরু হওয়া সংঘর্ষের জেরে রবিবার অবধি মেঘালয়ে মৃতের
সংখ্যা দাঁড়াল তিনে। এই ঘটনায় ব্যাহত হয়েছে শিলঙের স্বাভাবিক পরিস্থিতি।
রবিবার সকাল সাড়ে ন'টা নাগাদ শিলঙের আপার মউপ্রেমের শিব মন্দির এলাকায় জনৈক আদিত্য কুমারকে ( ২৮) ভাঙা বোতল দিয়ে আক্রমণ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । তাঁর কাঁধে আঘাত লাগে । পরে তাঁকে শিলঙের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
শেলার ইছামতী এলাকা থেকে গত শুক্রবার শুরু হয় সংঘর্ষ। সর্বশেষ খবরে জানা গেছে শেলা থানার পাইরখেন গ্রামে তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী রবিবার ভোররাত পৌনে ৩ টে নাগাদ বাড়িতে ঢুকে কোপায় উপাস উদ্দিনকে (৩৭ )। তাঁকে সঙ্গে সঙ্গে কাছের খামতি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পুলিশের সূত্র জানিয়েছে, উপাস উদ্দিনের বাড়িতে ঢুকে কোপানো হয় তাঁকে।
রবিবার সকাল সাড়ে ন'টা নাগাদ শিলঙের আপার মউপ্রেমের শিব মন্দির এলাকায় জনৈক আদিত্য কুমারকে ( ২৮) ভাঙা বোতল দিয়ে আক্রমণ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । তাঁর কাঁধে আঘাত লাগে । পরে তাঁকে শিলঙের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
শেলার ইছামতী এলাকা থেকে গত শুক্রবার শুরু হয় সংঘর্ষ। সর্বশেষ খবরে জানা গেছে শেলা থানার পাইরখেন গ্রামে তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী রবিবার ভোররাত পৌনে ৩ টে নাগাদ বাড়িতে ঢুকে কোপায় উপাস উদ্দিনকে (৩৭ )। তাঁকে সঙ্গে সঙ্গে কাছের খামতি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পুলিশের সূত্র জানিয়েছে, উপাস উদ্দিনের বাড়িতে ঢুকে কোপানো হয় তাঁকে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
গত ২৮ ফেব্রুয়ারি খাসি ছাত্র সংস্থার সদস্যরা ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা
ইছামতীর অনাবাসীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। যার জেরে মারা গিয়েছিলেন
লুরশাই হেন্নউতা (৩৫)। এই খবর ছড়িয়ে পড়ার পরই স্বাভাবিক জনজীবনে ব্যাপক প্রভাব
পড়ে রাজধানী শহর শিলঙে। শনিবার শিলঙে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। শিলঙের
সবচেয়ে বড় পাইকারি বাজার ইয়দুতে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হামলায় নিহত হন
অসমের বরপেটার বাসিন্দা রূপচান্দ দেওয়ান (৩১)। এই দুষ্কৃতী হামলায় আহত হয়েছিলেন
আরও আটজন। রবিবারও শিলং শহরের বহু এলাকায় কার্ফু জারি রয়েছে। পরিস্থিতি থমথমে।
মাউসিনরামের মাউথাবা গ্রামে রাজুয়া করিম নামে মেঘালয় বেসিন ডেভেলপমেন্ট এজেন্সির এক কর্মীকে আক্রমণ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । গুরুতর আহত করিমকে শিলঙের নেইগ্রিমসে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । করিমের বাড়ি গারো পাহাড়ের ফুলবাড়িতে।
শিলঙের পাইনথরবাহ্ এলাকায় শনিবার রাতে জনৈকা লক্ষী বারের বাড়িতে পেট্রাল বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা । যদিও এই ঘটনায় কেউ আহত হননি ও কোন ক্ষয়ক্ষতি হয়নি।
মাউসিনরামের মাউথাবা গ্রামে রাজুয়া করিম নামে মেঘালয় বেসিন ডেভেলপমেন্ট এজেন্সির এক কর্মীকে আক্রমণ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । গুরুতর আহত করিমকে শিলঙের নেইগ্রিমসে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । করিমের বাড়ি গারো পাহাড়ের ফুলবাড়িতে।
শিলঙের পাইনথরবাহ্ এলাকায় শনিবার রাতে জনৈকা লক্ষী বারের বাড়িতে পেট্রাল বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা । যদিও এই ঘটনায় কেউ আহত হননি ও কোন ক্ষয়ক্ষতি হয়নি।
কোন মন্তব্য নেই