Header Ads

বরাক উপত্যকায় রেলওয়ে পরিষেবার উন্নতিকরণ শীঘ্রই

সানি রায়,পাঁচগ্ৰাম : বদরপু্র সাব ডিভিশনের অধীনস্থ রেলওয়ে পরিষেবার মান উন্নত করতে ও বরাক উপত্যকার যোগাযোগ ব‌্যবস্থার স্বাচ্ছন্দ্য বাড়াতে নব প্রজন্মের এক আধিকারিক তথা বদরপু্র এরিয়া ম্যানেজার এস. ওমেসের সক্রিয় দক্ষতায় শীঘ্রই বরাক উপত্যকায় শিলচর-গুয়াহাটি রেলরুটে চালু হচ্ছে বিশেষ রেল তথা সুপার ফাস্ট এক্সপ্রেস। এছাড়াও, বরাক-ব্রহ্মপুত্র তথা অসম সহ আন্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বাড়াতে ও বরাকের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আরও কয়েকটি রেল চালু হওয়ায় অনেক সুফল পাওয়া গেছে। তাছাড়া, শিলচর-গুয়াহাটি সাপ্তাহিক রেল তথা সুপার ফাস্ট এক্সপ্রেস কে দৈনিক করার দাবি প্রেরণ করায় বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা ডিভিশন্যাল ম্যানেজার সহ মালিগাঁওস্থিত মুখ্য আধিকারিকদের সুদক্ষ ভূমিকায় আগামী 15 মার্চ থেকে ট্রায়েল করবে সাপ্তাহিক বিশেষ সুপার ফাস্ট ট্রেনটি। এছাড়া, ট্রেনটি দৈনিক করার তাগিদে প্রতি রবিবার সন্ধ্যা পাঁচটায় গুয়াহাটি থেকে ছাড়বে, এবং পরদিন সকাল ছটায়  শিলচর পৌঁছবে। যথারীতি শিলচর থেকে ছাড়বে সোমবার রাত আটটা পাঁচে, পরদিন গুয়াহাটি পৌঁছবে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে। তৎসঙ্গে পর্যবেক্ষণ করা হবে যাত্রি সংখ্যা, টিকিট বিক্রির পরিমাণ,  যাত্রি স্বাচ্ছন্দ্য এবং রেলের আয়ব্যয় পর্যালোচনা করে এই সাপ্তাহিক সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনটিকে দৈনিকে পরিণত করে নিত্য চালানোর ব্যবস্থা করা হবে বলে রেল সুত্রে প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.