নেতাজি ইন্ডোরে মমতার সভায় প্রবেশে লাগাম, ভাইদের জন্য বিশেষ ব্যবস্থা প্রশান্ত কিশোরের সংস্থার !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
একদিকে রাজ্য বিজেপি যেমন ১ মার্চের শহিদ মিনারে অমিত শাহের সভা নিয়ে ব্যস্ত, অন্যদিকে তৃণমূল ব্যস্ত ২ মার্চ নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুর নির্বাচন নিয়ে বৈঠক নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের ডাক দিয়েছেন। হাজির থাকতে বলা হয়েছে পুর প্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীদের।
সভার জন্য আমন্ত্রণ পত্রের ব্যবস্থা করা হয়েছে। সেই আমন্ত্রণের রয়েছে বারকোড। এছাড়াও গেট নম্বরও লেখা রয়েছে সেই কার্ডে। নির্দিষ্ট আমন্ত্রণ পত্র ছাড়া কোনও নেতা ২ মার্চ নেতাজি ইন্ডোরে ঢুকতে পারবেন না।
জানা গিয়েছে পুরো ব্যবস্থার নেপথ্যে রয়েছেন প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা। জেলায় জেলায় নির্দিষ্ট নেতাদের এই কার্ড বিলি করছে প্রশান্ত কিশোরের সংস্থা।
আমন্ত্রণ পত্রে নির্দেশিকাও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে অনুষ্ঠানের দিন এই কার্ড আনা বাধ্যতামূলক। এই কার্ড না থাকলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন এবং প্রবেশ সকাল ১০ টায় শুরু হবে। ফলে যাঁদের কাছে কার্ড থাকবে তাঁদের সকাল ৯.৪৫-এর মধ্যে উপস্থিত হতে হবে। নির্দিষ্ট গেট দিয়েই ঢুকতে হবে। এই কার্ডেই থাকছে খাবারের কুপন।
তৃণমূল সূত্রে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে। বলা হয়েছে, অনেক নেতাই বিনা আমন্ত্রণে চলে আসেন। আবার অনেক নেতা ঢোকেন অনুগামীদের সঙ্গে নিয়ে। কিন্তু এবার তা হবে না। পাশাপাশি এই ব্যবস্থায় সভাস্থলের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
বিষয়টি নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না হয়, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে। তাতে বলা হয়েছে, শৃঙ্খলা ও দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা করা হয়েছে।
কোন মন্তব্য নেই