Header Ads

গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ২৮ তম সমাবর্তন উৎসব সম্পন্ন


দেবযানী,গুয়াহাটি
নিয়মিত প্রশিক্ষন আর অনুসন্ধানের সাথে শিক্ষার প্রয়োজন রয়েছে । জগদীশ মুখী।


 গুয়াহাটি বিশ্ববিদ্যালযয়ের ২৮ তম সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়ে যায় সোমবার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আসামের রাজ্যপাল জগদীশ মুখী বলেন যে রাজ্য ও রাষ্ট্রের বিকাশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা রয়েছে।এটি এমন একটি জায়গা যেখানে বিদ্যার্থী নিজের ভবিষ্যতের জন্য সঠিক নির্ণয় নিতে পারে। তিনি আরও বলেন যে এর জন্য নিয়মিত প্রশিক্ষণ ও অনুসন্ধানের সাথে শিক্ষার  প্রয়োজন রয়েছে ।এই সমাবর্তন অনুষ্ঠানে মোট ২৫৩৮জন ছাত্র-ছাত্রীকে ডিগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন দিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুধীর কুমার সাপোরী ।নিজের ভাষণে তিনি বলেন যে বিশ্ববিদ্যালয় ভৌতিক ও জৈবিক দুনিয়াকে  বোঝার জন্য এক জায়গা।



 গৌহাটি বিশ্ববিদ্যালযয়ের ২৮ তম সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ময়দান পরিসরে আয়োজন করা হয়।  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতাপ জ্যোতি সন্দিকৈ। নিজের ভাষণে তিনি বলেন যে এই  সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ সমাবর্তন অনুষ্ঠান  কারণ একসাথে এত জন ছাত্র-ছাত্রীকে ডিগ্রী প্রদান করা হচ্ছে। তিনি সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন । তিনি আরো বলেন যে উচ্চশিক্ষা আর্থিক ও তকনিকি বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ  করে। এই সমাবর্তন অনুষ্ঠানে ২৫৬০জন ছাত্রকে  গ্রাজুয়েট, পোস্ট পিএইচডি ও ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয় ।একই অনুষ্ঠানে সাহিত্যিক ও কলামিস্ট অরূপ কুমার দত্ত কে ডিগ্রী অফ ডক্টরস অফ লেটার্স,ও কলাকারও মুর্তিকার বীরেন্দ্র সিং কে ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.