নগরের বিভিন্ন স্থানে স্থাপন করা হবে ৬,০২৮ টি সিসি ক্যামেরা
নয়া ঠাহর প্রতিবেদন।
অপরাধ নিয়ন্ত্রণের জন্য কঠোর হয়েছে মহানগর পুলিশ প্রশাসন। নগরে বৃদ্ধি পেয়েছে অপরাধ জনিত ঘটনা। এই অপরাধ নিয়ন্ত্রণের জন্য প্রশাসন হাতে নিয়েছে বিশেষ প্রকল্প। অপরাধ সংঘটিত করে যাতে কেউ পালিয়ে যাতে না পারে তার জন্য নগরের বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলোতে স্থাপন করা হবে সিসি ক্যামেরা।
উল্লেখ্য যে ২০২১সনের মধ্যে গুয়াহাটি মহানগরীতে ১৩৯৭টি স্থানে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।নতুন করে লাগানো সিসিটিভি ক্যামেরাতে আবদ্ধ হবে নগরের সমস্ত দৃশ্য ।সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ ক্ষয় থেকে দেখা যাবে প্রতিটি স্থানের দৃশ্য । প্রাপ্ত তথ্য অনুসারে এই প্রকল্পের অধীনে গুয়াহাটির ১২০৯টি স্থানে স্থাপন করা হবে ৪৭২০টি ক্যামেরা ।তবে কেবল যানবাহন পরিচালনার জন্য গুয়াহাটির ৮৯টি স্থানে স্থাপন করা হবে ১৩০৮টি সিসি ক্যামেরা।
উল্লেখ্য যে ২০০৮ সালের পরে নগরে ১০ কোটি টাকার বিনিময় ৯১টি স্থানে ২৮০টি সিসি টিভি ক্যামেরা লাগানো হয়েছিল যদিও অধিকাংশ বর্তমানে বিকল হয়ে রয়েছে।
কোন মন্তব্য নেই