Header Ads

ইমরানের স্বীকারোক্তি--জঙ্গিদের জন্য সবথেকে সুরক্ষিত স্থান পাকিস্তান !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার বলেন, পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী সংগঠন গুলোর জন্য সুরক্ষিত স্থান নেই। যদিও উনি এও স্বীকার করেন যে, পাকিস্তান এর আগে সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষক হয়ে উঠেছিল।


পাকিস্তান আফগানিস্তান শরণার্থীদের আতিথেয়তার ৪০ বছর পূর্ণ হওয়ায় আন্তর্জাতিক সন্মেলনে অংশ নেন ইমরান খান। আর সেই সময় তিনি বলেন, পাকিস্তান, আফগানিস্তানে শান্তি চায়। জঙ্গিদের জন্য সুরক্ষিত দেশ পাকিস্তান--ইমরান খানের এই বয়ান এমন সময় সামনে আসে, যখন প্যারিসে এফটিএ-এর গুরুত্বপূর্ণ বৈঠক চলছে।

গোটা বিশ্ব জঙ্গিদের আর্থিক সাহায্য রোখার জন্য কাজ করা সংস্থা এফটিএ পাকিস্তানকে ‘গ্রে” সূচিতে ঢুকিয়েছে। যদি এই বৈঠকে পাকিস্তানের রিপোর্ট সন্তোষজনক না পাওয়া যায়, তাহলে এফটিএ পাকিস্তানকে এবার কালো তালিকায় ফেলবে।
আমেরিকা, ভারত আর আফগানিস্তান দীর্ঘ দিন ধরে পাকিস্তানের উপর তালিবান, হাক্কানি নেটওয়ার্ক, লস্কর-এ-তইবা আর জইশ-এ-মোহম্মদ এর মতো জঙ্গি সংগঠন গুলোকে সুরক্ষিত আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে এসেছে। এই সন্মেলনে সংযুক্ত রাষ্ট্রের মহাসচিব অ্যান্তনিও গুটিরেসও অংশ নিয়েছেন। ইমরান খান বলেন, ‘ অতীতে যে পরিস্থিতিই থাকুক না কেন, আমি আপাতত আপনাদের জানাতে চাই যে, আমরা এখন আফগানিস্তানে শান্তি চাইছি।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.