Header Ads

'কমসো' - প্রধানের নিকট আত্মীয়কে গাড়িতে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার করল পুলিশ

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 18 ফেব্রুয়ারি
মেঘালয়ে ইনারলাইন পারমিট চালু করার দাবিতে ও সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদকারী সংগঠনগুলির যৌথ মঞ্চ '  কমসো '-র চেয়ারম্যান রবার্টজুন খারজারিনের নিকট আত্মীয় হেনরি খারজারিন ও বানশানলাং মারভোকে পুলিশ  আটক করেছে সম্প্রতি শিলঙে একটি সরকারি গাড়ি ও অন্য একটি গাড়িতে আগুন লাগানোর অভিযোগে ।

পূর্ব খাসি পাহাড় জেলার পুলিশ সুপার ক্লডিয়া লিঙ্গুয়া জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে এই দুজনকে আটক করা হয়েছে ।

তবে, কমসো-র সম্পাদক রয়কুপার সিনরেম পুলিশের দাবিকে মানতে চাননি । তিনি বলেছেন, আটক দুজন তাঁদের সদস্য, তবে কোনও নেতাই কাউকে কোন সমস্যার সৃষ্টি করার নির্দেশ দেননি । দোষ প্রমাণিত না হওয়া অবধি আটক দুজন নির্দোষ এবং ওই দুজনের জামিনের জন্য তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ।


সিনরেম আরো বলেন , আইএলপি চালু নিয়ে দেরির জেরে তাদের সদস্যরা ক্ষুব্ধ, কিন্তু তাঁরা আইন যাতে নিজেদের হাতে তুলে না নেন তার আবেদনও জানিয়েছেন সিনরেম ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.