হিংসায় উস্কানি দেওয়ার জন্য ওয়াইসি, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে মামলা দায়ের করার আবেদন আদালতে !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
দিল্লী হাইকোর্টে কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী, প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী, পার্টির মহাসচিব প্রিয়াঙ্কা বঢড়া এবং অনান্যদের বিরুদ্ধে উস্কানি এবং ঘৃণার ভাষণ দেওয়ার জন্য এফআইআর দায়ের করার দাবি নিয়ে কয়েকটি আবেদন বৃহস্পতিবার দাখিল হয়েছে। ওই আবেদনে স্বরা ভাস্কর, আরজে সাজমা এবং হর্ষ মন্দারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করার দাবি করা হয়েছে।
ওই আবেদনের মধ্যে একটি দিল্লীর উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া আর আম আদমি পার্টির (AAP) বিধায়ক আমানতুল্লাহ খানের বিরুদ্ধেও উস্কানি আর ঘৃণা ছড়ানোর অভিযোগ করে এফআইআর দায়ের করার আবেদন করা হয়েছে।
আবেদনে ঘৃণা ছড়ানো ভাষণের তদন্তের জন্য এসআইটি গঠনের অনুরোধ করা হয়েছে। আরেকদিকে হিন্দু সেনার তরফ থেকে দায়ের করা একটি আবেদনে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল (AIMIM) এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি আর আকবরউদ্দিন ওয়াইসি এর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য এফআইআর দায়ের করার দাবি করা হয়েছে।
আবেদনে AIMIM এর প্রাক্তন বিধায়ক তথা মুম্বাই AIMIM এর নেতা ওয়ারিস পাঠানের বিরুদ্ধেও একই ধরণের ভাষণ দেওয়ার অভিযোগ তুলে বলা হয়েছে যে, তার বয়ানের কারণেই দিল্লীতে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে আর এখনো পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে।
কোন মন্তব্য নেই