Header Ads

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মৃত্যু হল এক তরুণ চিনা চিকিৎসকের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ২১ ফেব্রুয়ারি
করোনাভাইরাসে  ( কোভিড-19) আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা গেলেন চিনের এক তরুণ চিকিৎসক। চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া এই খবর জানিয়েছে । ওই চিকিৎসক দীর্ঘদিন উহানের জিয়াংজিয়া জেলা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা করছিলেন । এক সময় নিজেই আক্রান্ত হয়ে পড়েন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।

ছবি, সৌঃ ইন্টারনেট
গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহান উচ্যাং হাসপাতালের প্রধান মারা গিয়েছিলেন । করোনাভাইরাসে চিনে চিকিৎসাকর্মীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৩ হাজার । এঁদের মধ্যে ১৬ শ জনের অবস্থা আশঙ্কাজনক । তবে চিন সরকার এই তথ্য মানেনি । চিন সরকারের হিসাবে আক্রান্ত চিকিৎসাকর্মীদের সংখ্যা ১৭ শ জনের কিছু বেশি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.