দিল্লির বিভিন্ন এলাকা রণক্ষেত্র, মৃতের সংখ্যা বেড়ে ১১
নয়া ঠাহর, নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে আবারও অশান্তির আগুন দেখা
গিয়েছে। উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা রণক্ষেত্র। মৃতের সংখ্যা চার থেকে বেড়ে
১১। অশান্তি কমার বদলে ক্রমাগত বেড়েই চলেছে৷ হিংসা প্রভাবিত দিল্লির চার এলাকায়
কার্ফু জারির খবর এলেও পরে সে খবরকে ভ্রান্ত বলে দাবি পুলিশের৷ নর্থ-ইস্ট দিল্লির
করাবল নগর, মৌজপুর,
চাঁদবাগ, বাবরপুরে প্রভৃতি এলাকায় চাপা
উত্তেজনা বিরাজ করছে৷
জানা গেছে, হিংসায় জখম হয়েছে কমেও ১৫০ জন৷ এখনও পর্যন্ত ৫৬
জন আধাসেনা আহত হয়েছে বলে খবর রয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৩৫
কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে৷ মার্কিন প্রেসিডেন্টের সফরের মধ্যেই দিল্লিতে
হিংসার আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ। শান্তিশৃঙ্খলা ফিরিয়ে
আনতে সেনা নামানোর আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। সেনা মোতায়েনের দাবি
জানিয়েছেন এমআইএম-এর নেতা আসাদুদ্দিন ওয়াইসিও। যদিও সেনা নামানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রক।
কোন মন্তব্য নেই