দিল্লীতে পুলিশের উপর গুলি চালানো কট্টরপন্থীর নাম মহম্মদ শাহরুখ, এর নেতৃত্বে চলছিল অশান্তি !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
উত্তরপূর্ব দিল্লীতে হিংসাত্মক বিক্ষোভ চলছে তা বিপজ্জনক রুপ নিয়েছে। কট্টরপন্থীরা হেড কনস্টেবল রতন লালকে হত্যা করেছে, দিল্লির জাফরাবাদ এলাকায় উগ্রপন্থীরা পলিশের উপর আক্রমণ চালিয়েছে। তারা রাস্তায় নেমে সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে রাস্তা অবরোধ করছিল। সেই সময় পুলিশ বাধা দিলে কাশ্মীরের জেহাদি কায়দায় পাথর ছোঁড়া হয়। পাশাপাশি উগ্রপন্থীরা ভিড় থেকে পুলিশের উপর বন্দুক তাক করে গুলিও চালিয়েছে। পুলিশের উপর লাগাতার ইট বৃষ্টি করতে থাকে। গোকুলপুরীতে পাথরের আঘাতে আহত হওয়া হেড কনস্টেবল রতন লালের মৃত্যু হয়। এছাড়াও ডিসিপি অমিত শর্মা আর গোকুলপুরীর এসিপি অনুজ কুমার আহত হন। এক পুলিশ সমেত ৭ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়।
যে আতঙ্কবাদী পুলিশের উপর গুলি চালিয়েছিল তাকে শনাক্ত করে ফেলা হয়েছে। লাল রঙের টিশার্ট পরে থাকা কট্টরপন্থীর নাম মহম্মদ শাহরুখ বলে জানা গেছে। পুলিশ ওই যুবককে সনাক্ত করেছে। ওই যুবক জাফরাবাদ এর বাসিন্দা শাহরুখ। অভিযুক্তকে শাহদরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের থেকে বন্দুক এবং কারতুস উদ্ধার হয়েছে। পুলিশ ধৃত শাহরুখের কাছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। CAA এর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিরোধের নামে যখন দোকান ঘর লুটপাট, রেস্টুরেন্ট ভাঙচুরের মতো ঘটনা ঘটছিল তখন এই কট্টরপন্থী মহম্মদ শাহরুখ বন্দুক নিয়ে পুলিশকে ভয় দেখানোর চেষ্টায় ছিল।
এক পলিশের জওয়ানের কাছে এসে সে ফলস ফায়ারিংও করেছিল। সেই সময় পুলিশের জওয়ানের হাতে শুধুমাত্র লাঠি ছিল। সেই ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
উত্তরপূর্ব দিল্লীতে হিংসাত্মক বিক্ষোভ চলছে তা বিপজ্জনক রুপ নিয়েছে। কট্টরপন্থীরা হেড কনস্টেবল রতন লালকে হত্যা করেছে, দিল্লির জাফরাবাদ এলাকায় উগ্রপন্থীরা পলিশের উপর আক্রমণ চালিয়েছে। তারা রাস্তায় নেমে সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে রাস্তা অবরোধ করছিল। সেই সময় পুলিশ বাধা দিলে কাশ্মীরের জেহাদি কায়দায় পাথর ছোঁড়া হয়। পাশাপাশি উগ্রপন্থীরা ভিড় থেকে পুলিশের উপর বন্দুক তাক করে গুলিও চালিয়েছে। পুলিশের উপর লাগাতার ইট বৃষ্টি করতে থাকে। গোকুলপুরীতে পাথরের আঘাতে আহত হওয়া হেড কনস্টেবল রতন লালের মৃত্যু হয়। এছাড়াও ডিসিপি অমিত শর্মা আর গোকুলপুরীর এসিপি অনুজ কুমার আহত হন। এক পুলিশ সমেত ৭ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়।
যে আতঙ্কবাদী পুলিশের উপর গুলি চালিয়েছিল তাকে শনাক্ত করে ফেলা হয়েছে। লাল রঙের টিশার্ট পরে থাকা কট্টরপন্থীর নাম মহম্মদ শাহরুখ বলে জানা গেছে। পুলিশ ওই যুবককে সনাক্ত করেছে। ওই যুবক জাফরাবাদ এর বাসিন্দা শাহরুখ। অভিযুক্তকে শাহদরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের থেকে বন্দুক এবং কারতুস উদ্ধার হয়েছে। পুলিশ ধৃত শাহরুখের কাছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। CAA এর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিরোধের নামে যখন দোকান ঘর লুটপাট, রেস্টুরেন্ট ভাঙচুরের মতো ঘটনা ঘটছিল তখন এই কট্টরপন্থী মহম্মদ শাহরুখ বন্দুক নিয়ে পুলিশকে ভয় দেখানোর চেষ্টায় ছিল।
এক পলিশের জওয়ানের কাছে এসে সে ফলস ফায়ারিংও করেছিল। সেই সময় পুলিশের জওয়ানের হাতে শুধুমাত্র লাঠি ছিল। সেই ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
CAA এর বিরোধিতার নামে কট্টরপন্থীরা এই হামলা চালিয়ে কনস্টেবল রতন লালকে হত্যা করেছিল বলে পুলিশের অভিযোগ। রতন লালের দুটি সন্তান রয়েছে এবং তিনি তাঁর পরিবারের একমাত্র ব্যক্তি যিনি উপার্জন করতেন।
কোন মন্তব্য নেই