Header Ads

দিল্লিতে হিংসার ঘটনায় আপ-এর কেউ জড়িত থাকলে তার দ্বিগুণ সাজা পাওয়া উচিতঃ মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 
দিল্লিতে হিংসাত্মক ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক তাদের শাস্তি পাওয়া উচিত। বললেন দিল্লির সদ্য পুনৰ্নিৰ্বাচিত মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীতে হিংসার ঘটনায় কেন্দ্ৰীয় ইন্টালিজেন্স ব্যুরো (আইবি) কৰ্মী মৃত্যুর ঘটনার পেছনে তাহির হুসেন নামের আপ নেতা জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে সেই প্ৰেক্ষিতে কেজরিওয়াল বলেন- দিল্লির হিংসার ঘটনায় আম আদমি পাৰ্টি (‘আপ ’) সরকারের কোনও মন্ত্ৰী জড়িত থাকলে তা হলে তাঁর শাস্তি দ্বিগুণ হওয়া উচিত। এদিন তিনি বিরোধী দলকেও একহাত নেন। 

তাঁর কথায়- এই হিংসার ঘটনায় যে দলের মানুষই জড়িত থাকুক না কেন কাউকে রেহাই দেওয়া চলবে না। তিনি যদি আপ সরকারের মন্ত্ৰীসভারও সদস্য হন তাকেও শাস্তি পেতে হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ খোলেন দিল্লির মুখ্যমন্ত্ৰী।   
ছবি, সৌঃ আন্তৰ্জাল 

আইবি কৰ্মী অঙ্কিত শৰ্মার দেহ মঙ্গলবার জাফরাবাদে তাঁর বাড়ির কাছে একটি নালায় পাওয়া গেছে। পুলিশের মতে, বাড়ি ফেরার পথে তিনি আক্ৰান্ত হয়েছেন। অঙ্কিতের বাবার অভিযোগ- আপ নেতা স্থানীয় কাউন্সিলর তাহির হুসেনের সমৰ্থকরাই তাঁর ছেলেকে খুন করেছে।

দিল্লিতে সিএএ-র সমৰ্থক ও বিরোধীদের মধ্যে সংঘৰ্ষে এখনও পৰ্যন্ত কম পক্ষেও ৩৪ জন প্ৰাণ হারিয়েছে। দু’শোর বেশি আহত হয়েছেন। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.