Header Ads

করোনা ভাইরাস প্রভাবিত এলাকা থেকে ভারতীয়দের ফেরত আনতে দিচ্ছে না চীন !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
চীনে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আর এই ভাইরাসের মধ্যে চীনে আটকে যাওয়া ভারতীয়দের দেশে আনার জন্য বিমান পাঠাতে চায় ভারত। কিন্তু চীন এখন গরিমসি করছে। আধিকারিক সুত্র অনুযায়ী, প্রতিবেশী দেশ চীন ইচ্ছে করেই ভারতীয় বিমানকে সবুজ সঙ্কেত দিচ্ছে না। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, চীনে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া ভারতীয় বিমানকে এখনো চীন থেকে সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। ওই বিমান বুহানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ভারতে আসবে। যদিও চীন বলছে আমাদের তরফ থেকে কোন গরিমসি করা হচ্ছে না।

ভারতের তরফ থেকে চীনে যাওয়ার জন্য প্রস্তুত বায়ুসেনার  সবথেকে বড় বিমান সি-১৭ গ্লোব মাস্টার দুই দিন ধরে চীনের অনুমতির অপেক্ষা করছে। ওই বিমানকে ২১ ফেব্রুয়ারি সাহায্যের জন্য চীনে পাঠানো হত। কিন্তু এখনো পর্যন্ত এটা সম্ভব হয়ে ওঠেনি। গত সপ্তাহে ভারত ঘোষণা করেছিল যে, ভারত থেকে চীনে ওষুধ এবং অন্যান্য সামগ্রী পাঠানো হবে।
চীনে মারক করোনা ভাইরাসের থাবায় নতুন করে আরও ১১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সংখ্যা বেড়ে ২২৩৬ হয়ে গেছে। আর এই ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৪৬৫ হয়েছে। আর এগুলর মধ্যে অধিকতম ঘটনা সর্বাধিক প্রভাবিত হুবেই প্রান্তে হয়েছে। চীনের স্বাস্থ্য মন্ত্রালয় শুক্রবার এই তথ্য দেয়।
মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে। তবে প্রায় একমাস পর এবার চীনে ভাইরাসে নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনা কম দেখা দিচ্ছে। এবার আশা এটাই যে, চীন এই মহামারির বিরুদ্ধে নিজেদের লড়াইয়ে খুব শীঘ্রই সাফল্য পাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.