প্রিয়াঙ্কা রাজ্যসভার প্রার্থী হবেন বাংলা থেকে-- নাকি এবার ইয়েচুরি, জল্পনায় ঋতব্রতর নামও !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
এবার কি বাংলা থেকে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধী? রাজনৈতিক মহলে জোর জল্পনা, প্রিয়াঙ্কা গান্ধীকে রাজ্যসভায় পাঠানো হতে পারে বাংলা থেকে। কিংবা প্রার্থী হতে পারেন সিপিএমের সীতারাম ইয়েচুরিও। এখন এই দুই নাম নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে। একইসঙ্গে এবার তৃণমূলের অন্দরে জল্পনা ঋতব্রতকে নিয়েও।
রাজ্যসভায় ৫৫টি আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ২৬ মার্চ অনুষ্ঠিত হবে সেই নির্বাচন। ১৭টি রাজ্যের ৫৫টি আসনে ভোটের মধ্যে বাংলার পাঁচটি আসন নিয়ে সবথেকে বেশি চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বাংলা থেকে এবার কারা যাবেন রাজ্যসভায় তা নিয়ে আলোচনা চলছে জোর।
আগামী ২ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে বাংলার পাঁচ সাংসদের। তাঁদের মধ্যে রয়েছেন যোগেন চৌধুরী, কে ডি সিং, মণীশ গুপ্ত, আহমেদ হাসান ইমরান ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রথম চারজন তৃণমূল সাংসদ, শেষোক্ত জন সিপিএম সাংসদ ছিলেন, এখন নির্দল। তৃণমূলের চারজনের মধ্যে পুনরায় সাংসদ নির্বাচিত করা হবে না সম্ভবত কাউকেই।
বাংলায় যে পাঁচটি পদ খালি হচ্ছে, তার মধ্যে চারটি আসনেই জেতার সম্ভাবনা তণমূলের। একটি আসনে বাম-কংগ্রেস সম্মিলিতভাবে জিততে পারে। এই অবস্থায় বামফ্রন্ট ফের ঋতব্রতকে প্রার্থী করবে না। কারণ তিনি নির্বাসিত। ঋতব্রত আবার তৃণমূলে যোগ না দিলেও তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হয়ে গিয়েছেন ইতিমধ্যে।
তবে নিজেদের পায়ে কুড়ুল মারার মতো হঠবকারী সিদ্ধান্ত তৃণমূল নেবে বলে মনে হয় না যদিও, তবু তার নাম নিয়ে অল্পস্বল্প চর্চাও হচ্ছে। তবে সবথেকে বেশি চর্চা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর নাম নিয়ে। তাঁকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। সেক্ষেত্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থন দেবে সিপিএম।
আবার এর আগে সীতারাম ইয়েচুরির নাম শোনা যাচ্ছিল। তিনি কংগ্রেসের সমর্থনে সিপিএম প্রার্থী হিসেবে রাজ্যসভায় যেতে পারেন। তাঁর মতো বাগ্মীকে আগেরবারই চেয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু সিপিএম বেঁকে বসায় সেবার সম্ভব হয়নি। এবার ইয়েচুরির নাম সিপিএম প্রস্তাব করায় সায় ছিল কংগ্রেসের। এখন দেখার কে যান বাংলা থেকে রাজ্যসভায়--প্রিয়াঙ্কা নাকি ইয়েচুরি!
তৃণমূলের সাংসদরা এবারও টিকিট পাবেন এমন সম্ভাবনা প্রায় নেই। অ্যালকেমিস্ট কর্তা কে ডি সিংয়ের সঙ্গে তৃণমূলের এখন আদায়-কাঁচকলায় সম্পর্ক। অন্য তিনজনেরও যাওয়ার সম্ভাবনা ক্ষীণ থেকে, ক্ষীণতর। তৃণমূল নতুন কাউকে পাঠাতে পারে রাজ্যসভায়। তাঁরা কারা এখন তা নিয়েই জল্পনা চলছে।
কোন মন্তব্য নেই