Header Ads

মধ্যপ্রদেশে জন্ম নিয়ন্ত্রণের লক্ষ্যে কড়া পদক্ষেপ কমলনাথ সরকারের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ২১ ফেব্রুয়ারি
সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর  জমানায় জন্ম নিয়ন্ত্রণের জন্য  নসবন্দি তথা নির্বীজকরণ কর্মসূচি ঘোষণা করেছিল সরকার । ইন্দিরা জমানার সেই কর্মসূচিই ফের চালু করতে চলেছে মধ্যপ্রদেশের কমলনাথ সরকার ।

ছবি, সৌঃ ইন্টারনেট

কমলনাথের কংগ্রেস সরকার ঘোষণা করল , সরকারি স্বাস্থ্যকর্মীরা গোটা বছরে অন্তত একজন পুরুষকে বুঝিয়ে নসবন্দি তথা নির্বীজকরণে ব্যর্থ হলে তাঁদের মাইনে আটকে যাবে, সেই সঙ্গে অবসর নিতে বাধ্য করা হবে ।


কমলনাথ ইন্দিরা জমানায় ইন্দিরা ও সঞ্জয় গান্ধীর অত্যন্ত কাছের মানুষ ছিলেন । সত্তর দশকে নসবন্দি করা নিয়ে বলা হতো , ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীই নাকি এই কর্মসূচির নেপথ্য নায়ক ছিলেন । কমলনাথ প্রায় সেই কর্মসূচিই ফিরিয়ে আনলেন ।

জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষাকে হাতিয়ার করে এগোতে চাইছে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার  । সমীক্ষায় বলা হয়েছে, মধ্যপ্রদেশে মাত্র ০.৫ শতাংশ পুরুষ নির্বীজকরণ করছেন । মধ্যপ্রদেশ স্বাস্থ্য মিশনের তরফে রাজ্যের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, যেসব পুরুষ স্বাস্থ্যকর্মী ২০১৯-২০ আর্থিক বছরে অন্তত একজনকেও নির্বীজকরণে রাজি করাতে পারেননি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ' নো ওয়ার্ক  নো পে ' ব্যবস্থা চালু  করুক জেলা প্রশাসন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.