Header Ads

রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন...




নয়া ঠাহর প্রতিবেদন, নতুন দিল্লি : বাংলাদেশ হাই কমিশনের উদ্দ্যোগে চানক্যপুরীর ডঃ এস রাধাকৃষ্ণণ মার্গে গতকাল 21 ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। শুরুতেই ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মবলিদান দেওয়া বাংলাদেশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

বিশেষ দিবসটিকে কেন্দ্র করে তথা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়ে দিনটিকে যথাযথ মর্যাদায় পালিত হল বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান নেতৃত্বে। পৃথিবীতে দ্রুত বিলীয়মান ভাষা সমূহের প্রসারে ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিশেষ প্রয়োজনীয়তা নিয়ে ভাবগম্ভীর পরিবেশে আলোচনা করতে দেখা গেল মোহাম্মদ ইমরান সহ সভায়  উপস্থিত বক্তাদের। তারা বাংলাদেশের প্রয়াত মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার ভূমিকা নিয়ে নানান রকম তথ্য তুলে ধরেন। বাংলাদেশ হাই কমিশনের বিশেষ প্রতিবেদক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কয়েকটি মুহূর্তের ফোটোগ্রাফি পাঠসমাজের জন্য তুলে রাখেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.