Header Ads

ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদীকে সাথে নিয়ে লড়ব আমরাঃ ডোনাল্ড ট্রাম্প !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 

প্রথা ভেঙে বিমানবন্দরে আলিঙ্গন করে ডোনাল্ড ট্রাম্পকে ভারতে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী! আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজের দুই দিবসীয় যাত্রায় সোমবার সকালে গুজরাটের আহমেদাবাদ পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদ এয়ারপোর্টে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান। এটা ছিল তাঁর গুজরাটের হাফডজন আলিঙ্গনের প্রথম আলিঙ্গন!

ওঁর এই সফরের শুভারম্ভ গুজরাটের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম থেকে শুরু হয়। বিমানবন্দরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এটাই প্রথম ভারত সফর। উনি এই সফরে নিজের পুরো পরিবারের সাথেই ভারতে এসেছেন। এই সফরে তিনি গুজরাটের আহমেদাবাদ দিল্লী এবং উত্তর প্রদেশের আগ্রা সমেত তাজমহল দর্শন করবেন। শোনা যাচ্ছে যে, ডোনাল্ড ট্রাম্পের তাজ দর্শনে ১৯৮০’র দশকের তাজমহলকে ফিরিয়ে আনা হয়েছে!
এয়ারপোর্ট থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী এবং ডোনাল্ড ট্রাম্প ২২ কিমি দীর্ঘ রোড শো করেন। ওই রাস্তায় সাবরমতী আশ্রমও পড়ে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সাবরমতী আশ্রমে গিয়ে মহত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি জানান। ডোনাল্ড ট্রাম্প আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মোতেরা স্টেডিয়ামে ভাষণও দেন।
ওই ভাষণে ডোনাল্ড ট্রাম্প আজ যখন শাহরুখ খান, কাজলের ব্লক ব্লাস্টার হিন্দি সিনেমা DDLJ এবং ভারতীয় সিনেমা জগতের সবথেকে হিট সিনেমা শোলে এর নাম করেন, তখন গোটা মোতেরা স্টেডিয়ামে হাততালি বেজে ওঠে। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প হলিউডকে টক্কর দেওয়া বলিউডের কথাও তোলেন।
আমেরিকার রাষ্ট্রপতি নিজের ভাষণে ভারতীয় সিনেমার কথা উল্লেখ করে বলেন, ‘ভারত প্রতি বছর ২ হাজারেরও বেশি সিনেমা বানায়, আর গোটা বিশ্বে ভারত তথা বলিউডের এই সিনেমা গুলো চলে। গোটা বিশ্বে ভাঙরা মিউজিক বিখ্যাত। সবাই DDLJ সিনেমাকে খুবই পছন্দ করেন। ভারত বিশ্বকে সচিন, বিরাট কোহলির মতো বড় খেলোয়াড় উপহার দিয়েছে, গোটা বিশ্বই এই খেলোয়াড়দের খুব প্রিয়।”
নিজের ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ৮ হাজার কিমি সফর করে এখানে এসেছি, কারণ আমেরিকা ও আমি ভারতকে খুব ভালোবাসি। ভারত একটি সহনশীল দেশ আর মোদী সে দেশের চ্যাম্পিয়ন প্রধানমন্ত্রী! তিনি বলেন, ‘আগামীকাল আমি প্রধানমন্ত্রী মোদীর সাথে দ্বিপাক্ষিকি আলোচনায় অংশ নেব। সেখানে আমরা কিছু চুক্তিতে স্বাক্ষর করব, ভারত আর আমেরিকা ডিফেন্স সেক্টরে এগিয়ে চলেছে, আমরা ভারকে খুব শীঘ্রই শক্তিশালী মিসাইল আর হাতিয়ার দেব।”
রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, ভারত আর আমেরিকা মিলে ইসলামিক সন্ত্রাসবাদের সাথে লড়াই করবে, আর তাদের হারাবেও। মোতেরা থেকে পরোক্ষ ভাবে পাকিস্তানকে ট্রাম্প বলেন, নিজেদের দেশের সীমা রক্ষা করা আর সুরক্ষিত করার অধিকার সবার আছে। আমেরিকা ভারতের সীমা রক্ষার প্রয়াস আর তাদের বিচারধারার পাশে আছে!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.