Header Ads

অমিত শাহ অরুণাচল প্রদেশে যাওয়ায় আপত্তি চিনের, পাত্তা দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ২০ ফেব্রুয়ারি
২০ ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশের পূর্ণাঙ্গ রাজ্যরূপে আত্মপ্রকাশের দিন । ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ  রাজ্যের মর্যাদা পেয়েছিল অরুণাচল প্রদেশ । এবছরের পূর্ণাঙ্গ রাজ্য দিবসে অরুণাচল প্রদেশে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এই নিয়ে ক্ষুব্ধ চিন । চিনের দাবি অরুণাচল প্রদেশ তিব্বতেরই অংশ । তার মানে ওই অঞ্চল চিনের বলে দাবি চিনের শাসকদের ।


ছবি, সৌঃ আন্তর্জাল
বৃহস্পতিবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শুওয়াং বলেছেন, ভারত বেজিংয়ের আঞ্চলিক সার্বভৌমত্ব মানছে না । দুই দেশের মধ্যে থাকা রাজনৈতিক সমঝোতাকে ধ্বংস করতে চাইছে । সীমান্তে তিব্বত অঞ্চল নিয়ে আমাদের  অবস্থান স্পষ্ট ।


এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানিয়েছেন, অরুণাচলের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ । সংস্কৃতিও উঁচুমানের । মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর নেতৃত্বে রাজ্যের অগ্রগতি অব্যাহত থাকবে বলেও আশা করছেন অমিত শাহ ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.