Header Ads

করোনাভাইরাসের সংক্রমণের জের , কাগজের নোট পুড়িয়ে নষ্ট করতে চলেছে চিন

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৭ ফেব্রুয়ারি
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এবার কাগজের নোট পুড়িয়ে নষ্ট করতে চলেছে চিন। যেসব এলাকায়  করোনাভাইরাসের সংক্রমণ বেশি সেসব এলাকার সব কাগজের নোট নষ্ট করে ফেলবে চিন। চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক এমনই সিদ্ধান্ত নিয়েছে । চিনের বহুল প্রচারিত সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোষ্ট এই খবর জানিয়েছে চিনের কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ফ্যান ইয়েফেইয়ের সঙ্গে কথা বলে ।


ছবি, সৌঃ আন্তর্জাল
ফ্যান ইয়েফেই জানিয়েছেন, প্রায় ৬০ হাজার কোটি ইউয়ান নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নির্দেশনা জারি করা হয়েছে যে,  দেশের  কোথাও কোনো ব্যাঙ্ক আর কোনো কাগজের নোট গ্রহণ করবে না । বাজারে আনা হবে  জীবাণুমুক্ত নতুন নোট। আগামী ১৪ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে  । এই সিদ্ধান্তের জেরে  চরম অর্থ সংকটের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে । কারণ,  চিকিৎসার জন্য করোনাভাইরাস আক্রান্ত এলাকার বাসিন্দারা যে কাগজের নোট ব্যবহার করেন  তা আর গ্রহণযোগ্য হবে না । এককথায়, নোটগুলি অকেজো হয়ে পড়বে, এ কারণে তৈরি হবে প্রচন্ড অর্থ সংকট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.