Header Ads

রূপম আয়োজিত ৪০ তম, নরেশ চন্দ্র পাল সর্বভারতীয় একাঙ্ক নাট্য প্রতিযোগিতা শুরু শিলচরে...



জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : প্রতি বছরের ন্যায় এবারও ১৫ ফেব্রুয়ারী, শিলচর জেলা গ্রন্থাগারে, শুরু হল ৪০তম, নরেশ চন্দ্র পাল সর্বভারতীয় একাঙ্ক নাট্য প্রতিযোগিতা। প্রদীপ জ্বালিয়ে ওই দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন কলকাতার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব রুদ্র প্রসাদ সেনগুপ্ত। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় নাট‌্যদলের পাশাপাশি, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩৭টি নাট্যদল এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। এবার বিচারকের আসন অলংকৃত করতে সূদূ্র কলকাতা থেকে এসেছেন অনিত রায়, (কলকাতা) দুলাল চক্রবর্তী (ফারাক্কা, পশ্চিমবঙ্গ) এবং শিলচরের ডঃ বিশ্বতোষ চৌধুরী। প্রতিদিন নাটক শুরু হবে সন্ধ্যা পাঁচটায়। প্রতিযোগিতায় প্রতিদিনই পাঁচটা করে নাটক মঞ্চস্থ হবে। উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রথম দিন, প্রথম নাটক পরিবেশন করে মুম্বাই থেকে আগত নাট্যদল সংলাপ। এবং দ্বিতীয় নাটক পরিবেশন করে শিলচরের দশরূপক। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর শুধু দুটো নাটকই পরিবেশিত হয়। দ্বিতীয় দিনে প্রথম নাটক মঞ্চস্থ করে শিলচরের নবারূণ। তারপর একে একে বাকি ৪টা নাটক মঞ্চস্থ করে কলকাতা ও করিমগঞ্জ থেকে আগত নাট্যদলেরা। প্রসঙ্গত, নবারূণের দিয়ে পরিবেশিত নাটকটি অনেক প্রশংসা কুড়িয়েছে। তারা পরিবেশন করে নাটক 'কাজল'। সমাজে কালো বর্ণ নিয়ে জন্মানো মেয়েরা যে অবহেলিত নয়, তা নিয়েই তাদের এই প্রযোজনা। নাটকটির নির্দেশক চম্পা ভট্টাচার্য। উল্লেখ্য, প্রতিদিনই নাটক দেখতে উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয় জেলা গ্রন্থাগারে। তাছাড়া, প্রতিবছর শুধু নাটকের এ রকম একটি প্রতিযোগিতামুলক অনুষ্ঠান আয়োজন করার জন্য রূপম সংস্থার ভূয়শী প্রশংসা করেন অনেকেই। প্রতিযোগিতা শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারী। ২৩ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে থাকবে নাট্য আলোচনা, এরপর একটি নৃত্যনাট্য "বিরহিণী" পরিবেশন করবেন, পশ্চিমবঙ্গ থেকে আগত সংস্থা 'তপস্যা'। এবং বাংলাদেশ থেকে আগত নাট্যদল 'জীবন সংকেত' পরিবেশন করবেন একটি প্রদর্শনী মুলক নাটক "বিভাজন"। পরের দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারী দুটি নাটক পরিবেশন করবেন ত্রিপুরা থেকে আগত নাট্যদল "নাট‍্যভূমি"। এবং ২৫ ফেব্রুয়ারী থাকছে, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি সুন্দর ও সাফল্যমন্ডিত করে তুলতে সবার উপস্থিতি কামনা করছেন রূপম সংস্থার প্রত্যেক সদস্য-সদস্যা তথা সকল কলাকুশলীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.