Header Ads

প্রসঙ্গ মাতৃভাষা,


জামিল সৈয়দ
যে ভাষায় আমের নাম হিমসাগর আর গ্রামের নাম বীরসিংহ, ফুলের নাম অপরাজিতা আর দুলের নাম ঝুমকো, পাখির নাম বউ কথা কও আর ফাঁকির নাম অষ্টরম্ভা, মিষ্টির নাম বালুসাই আর বৃষ্টির নাম ইলশেগুঁড়ি, মাছের নাম রূপচাঁদা আর গাছের নাম হিজল, কবির নাম জীবনানন্দ আর ছবির নাম সাড়ে চুয়াত্তর, কাজীর নাম নজরুল আর পাজির নাম পা-ঝাড়া, ঋতুর নাম হেমন্ত  থিতুর নাম বিবাহিত, মাসের নাম শ্রাবণ আর ঘাসের নাম দূর্বা, গানের নাম ভাটিয়ালী আর ধানের নাম বিন্নি, খেলার নাম গোল্লাছুট আর ঠেলার নাম বাবাজী, সুরের নাম রবিঠাকুর আর গুড়ের নাম নলেন, রেলের নাম কাঞ্চনকন্যা আর তেলের নাম জবাকুসুম,  দাদার নাম ফেলু আর ধাঁধার নাম শুভঙ্করী, হাসির নাম খিলখিল আর বাঁশির নাম মোহন, ঝড়ের নাম কালবৈশাখী আর ঘরের নাম ভালোবাসা, বুদ্ধের নাম মুক্তি আর যুদ্ধের নাম পরকীয়া, নদীর নাম তিস্তা আর যদির নাম দিবাস্বপ্ন, রোগের নাম সন্ন্যাস, যোগের নাম মণিকাঞ্চন, সাপের নাম শঙ্খচূড় আর বাপের নাম আপনি বাঁচলে....
তাকে না ভালোবেসে পারি?
আ মরি বাংলা ভাষা !!!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.