মাৰ্কিন প্ৰেসিডেন্টের ভারত সফরের দ্বিতীয় দিনও উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী শহর দিল্লি, মৃতের সংখ্যা বেড়ে ৭
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
সিএএ নিয়ে গত তিন দিন ধরে দিল্লিতে ব্যাপক হিংসা অব্যাহত রয়েছে। মাৰ্কিন প্ৰেসিডেন্টের ভারত সফরের দ্বিতীয় দিনও অৰ্থাৎ মঙ্গলবারও উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী শহর দিল্লির উত্তর-পূৰ্ব এলাকা। এদিন সকালে মৌজপুর ও ব্ৰহ্মপুরীর বিশাল এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘৰ্ষ বাধে। কোথাও পাথর বৃষ্টি হয় তো কাথাও পুড়িয়ে দেওয়া হয় বাইক। হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭, গুরুতর আহতের সংখ্যা ৪৮। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোৰ্স (র্যাফ)। তবে পরিস্থিতি নিয়ন্ত্ৰণে এসেছে বলে জানা গেছে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
আপাতত দিল্লির সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী একমাসের জন্য জারি হয়েছে ১৪৪ ধারা। দেখা মাত্ৰই গ্ৰেফতারের নিৰ্দেশ দেওয়া হয়েছে। গোটা ঘটনা পরিকল্পিত বলে স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের ধারণা। খবর সংগ্ৰহ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা হয়েছে বলে জানা গিয়েছে। তাদের ঘটনার ভিডিও ফুটেজ ডিলিট করার জন্য চাপ দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আনতে প্ৰয়োজনে সেনা নামানো হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কোজরিওয়াল।
পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আনতে প্ৰয়োজনে সেনা নামানো হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কোজরিওয়াল।
কোন মন্তব্য নেই