Header Ads

রাজেশ্বরপুরে পানীয় জলের তীব্র সংকট...


অনুপম পাল,  হাইলাকান্দি : হাইলাকান্দি জেলার লালা ব্লকের, নিশ্চিন্তপুর এলাকার, রাজেশ্বরপুরে তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। জানা যায়, ঐ এলাকার জনগণের একমাত্র পানীয় জলের ভরসা গ্রামের পানীয় জল প্রকল্পটি। কিন্তু দীর্ঘ ছ মাস ধরে ঐ প্রকল্পটি বিকল হয়ে পড়ে থাকায় বর্তমানে ঐ এলাকায় তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। যিশুদ্ধ পানীয় জলের অভাবে এলাকার জনগণ বাধ্য হয়ে পাশাপাশি প্রবাহিত কাটাখাল নদীর জল ব্যবহার করছেন।  ফলে তাদের নানা ধরনের রোগের সম্মুখীন হতে হচ্ছে। শিশু তথা বয়স্কদের পেটের রোগ ও জলবাহিত রোগ দেখা দিয়েছে। তাছাড়া ও জানা যায়, গত বছর বর্ষায়, জলের প্রভাবে পানীয় জল প্রকল্পটি সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়ে। ব্যাপারটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথা এলাকার বিধায়ককে  জানানো হলে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। ফলে এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে অতিসত্বর এই এলাকার পানীয় জলের সমাধান করতে হবে বলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন। নয়তো তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ked0749@gmail.com

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.