দিল্লির অশান্তিতে উদ্বেগ বাড়ছে, ভারতের ঐতিহ্য মেনে মানবতার বার্তা দিলেন মমতা !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
দিল্লি জ্বলছে। বাড়ছে মৃতের সংখ্যা। গোটা দেশের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও আর্তি শান্তি বজায় রাখার। মমতা সাফ বলেন, আমাদের দেশ শান্তির দেশ। কোনও অবস্থাতেই অশান্তি কাম্য নয়। দেশবাসী শান্তি চায়, সেই শান্তির পরিবেশ ফেরাতে হবে সর্বাগ্রে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লির অশান্তিতে উদ্বিগ্ন মমতা, ভারতের একতার ঐতিহ্যের কথায় দিলেন শান্তির বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজধানীর পরিস্থিতির উপর নজর রাখছে বাংলা। তিনি মনে করিয়ে দেন, সবাইকে একসঙ্গে নিয়ে চলাই ভারতের ঐতিহ্যের পরম্পরা। এদেশে হিংসার কোনও জায়গা নেই। এই সহজ সত্যটা সবাই বুঝুন। দেশের পরম্পরাকে রক্ষা করুন। সরকারেরও উচিত এই বিষয়ে শান্তির পরিবেশ ফিরিয়ে আনা।
নাগরিকত্ব সংশোধন আইন ও প্রস্তাবিত এনআরসি ইস্যুতে ফুটছে দিল্লির রাজনীতি। মাসাবধি কাল ধরে দিল্লির রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছিল। রবিবার ট্রাম্প আসার আগের দিনেই রাজধানীর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার ও মঙ্গলবার সেই বিক্ষোভের আগুনে ধ্বংসলীলা চলল।
এই সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। দিল্লির একাধিক হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত নিহত হয়েছেন দিল্লি পুলিশের হেড কনস্টবেলও। একাধিক পুলিশকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি। মোট ১৩ জন মারা গিয়েছেন এখনও পর্যন্ত। ৭০ জনের শরীরে গুলির দাগ রয়েছে।
কোন মন্তব্য নেই