Header Ads

অমর একুশে পালিত হল ভাগাবাজারে




নয়া ঠাহর প্রতিবেদন, ভাগাবাজার: "আমরা নুতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আ ম রা,  নুতন যৌবনেরই দূত"।
গত ২১ ফেব্রুয়ারি ভাগাবাজার "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উপলক্ষে বুনিয়ামিন লস্করের উঠোন প্রাঙ্গনে, ঘরোয়া পরিবেশে প্রকাশিত হয় প্রান্তিক দেওয়াল পত্রিকা। উল্লেখ্য, পত্রিকার মুখপাত্র যাযাবর ইকবাল,  অনুষ্ঠানে প্রান্তিক দেওয়াল পত্রিকার ব্যবস্থাপনা ও ঈশানী পত্রিকার আয়োজনে একুশের শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রান্তিক দেওয়াল পত্রিকায়,  ভিন্ন ভিন্ন ভাষা হিন্দি, ফারসী,  আরবী, অসমীয়া, মণিপুরী ও বাংলা ভাষার কবিতা গল্পের সমাহার ছিল, পত্রিকা সম্পাদনায় ছিলেন পূর্বা দাস, সহ সম্পাদক ফরিদা পারবিন ও সহযোগিতায় রাবিয়া বেগম সুলতানা।

অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন অক্ষিতা দাস, গান, কবিতাপাঠ ইত্যাদি পরিবেশিত হয় ফলে এক মুগ্ধকর পরিবেশ তৈরী হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় মাতব্বর বুনিয়ামিন লস্কর, জবা চন্দ, সুফলা নাথ, সুদীপা নাথ, পূর্বা দাস ও ঈশানী পত্রিকার সম্পাদক যুথিকা দাস মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন এনাম উদ্দিন, বাপ্পন তালুকদার, নিরুত্তমা শুক্লবৈদ্য, অনন্য রাহুল স্থানীয় গুণীজন ও ছাত্রছাত্রীরাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.