Home
/
Unlabelled
/
গুয়াহাটিতে দেশের বাজেট নিয়ে প্রথমবার মতবিনিময় করলেন কেন্দ্রীয় বিত্ত মন্ত্রী নির্মলা সীতারামন
গুয়াহাটিতে দেশের বাজেট নিয়ে প্রথমবার মতবিনিময় করলেন কেন্দ্রীয় বিত্ত মন্ত্রী নির্মলা সীতারামন
নয়া ঠাহর প্রতিবেদন
কেন্দ্রীয় বিত্ত মন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার দেশের বাজেট নিয়ে গুয়াহাটিতে.বিভিন্ন ব্যাংক অধিকারী ,বিনিয়োগকারী এবং অর্থনীতিবিদদের সাথে মতবিনিময় করেন। গুয়াহাটিতে কেন্দ্রীয় বাজেট নিয়ে মতগ্রহন করা গ্রহণ করা তিনিই প্রথম কেন্দ্রীয় বিত্ত মন্ত্রী।নগরের খানাপারা স্থিত অসম প্রশাসনিক মহাবিদ্যালযে দেশের আগন্তুক বাজেট নিয়ে তিনি আলোচনা করেন। কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ছিলেন রাজ্যিক বিত্ত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে অসমের মন্ত্রী হিসেবে তিনি অত্যন্ত সুখী। ভারতের অর্থনীতির ইতিহাসে প্রথমবার গুযাহাটিতে বাজেট নিয়ে আলোচনা করার জন্য কেন্দ্রীয় বিত্ত মন্ত্রী এসেছেন। উল্লেখ্য যে চেন্নাই ,কলকাতা,মুম্বাই আদি জায়গায় মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর সীতারামন গুয়াহাটিতে মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।এরপর আগামী দিনে তিনি লৌক্ষ্ণ,ও আমেদাবাদে অনুরূপ বৈঠকে উপস্থিত থাকবেন।
কোন মন্তব্য নেই