দিল্লিতে পিএসির বৈঠক বরাকের পিএসি সদস্য অমরেশ রায় তৎপর
নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : বরাক উপত্যকার ভারতীয় রেলের প্যাসেঞ্জার অ্যামিনিটিজ কমিটি (পিএসি)-র
সদস্য অমরেশ রায় তৎপর দিল্লিতে। আজ দিল্লিতে
পিএসি-র বৈঠক হতে চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। বরাকবাসীর গুরুত্বপূর্ণ রেলওয়ে সেবার
বিভিন্ন দিক নিয়ে ভারতীয় রেলের প্যাসেঞ্জার অ্যামিনিটিজ কমিটি সদস্য অমরেশবাবু
বরাকের রেল যাত্রীদের জন্য চিন্তাচর্চা সহ বরাকের যাত্রীদের দাবী দাওয়া নিয়ে
দিল্লিতে আজকের বৈঠকে তুলে ধরছেন বলে জানা যায়।অমরেশবাবুর ধারাবাহিকতার প্রচেষ্টা
বরাকের রেলওয়ে যাত্রী পরিসেবা উন্নতিকরণের পথে কিছুটা হলে এগিয়ে যাচ্ছে বলে অনেকে
মনে করেন। শিলচরের সাংসদ রাজদীপ রায়ও রেলযাত্রীদের সুবিধার দিকে নজর রাখছেন। তবে
রেলওয়ে যাত্রী চলাচলের উন্নয়তিকরণের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে হাইলাকান্দি
জেলাবাসীদের। বতর্মানে, ভৈরবী থেকে শিলচর, শিলচর থেকে ভৈরবী পর্যন্ত ডেমো ট্রেনের র্যাক চালু করা নিয়ে দাবীটি ছিল
হাইলাকান্দি বাসীর জন্যই। তাছাড়া, ভৈরবী থেকে
গৌহাটি এক্সপ্রেস ট্রেনে দাবীগুলো তুলে ধরার জন্য এই প্রতিবেদনের মারফৎ দৃষ্টিগোচর
করাতে চাইছেন আবার অমরেশবাবুকে, হাইলাকান্দি
সাহিত্যিক তথা সচেতক নাগরিক কল্লোল চৌধুরী ও হাইলাকান্দির নাগরিক সমিতির সাধারণ
সম্পাদক রঞ্জিৎ ঘোষ,সুশীল পাল,
প্রমুখরা। হাইলাকান্দি
রেলওয়ে পরিসেবা উন্নয়নের বিভিন্ন
দাবিদাওয়া নিয়ে ইতিমধ্যে আন্দোলনে নামছেন বিভিন্ন সংগঠনকে নিয়ে তারা। হাইলাকান্দি
উন্নয়নতিকরণের দিকে বরাকের বিভিন্ন জেলা থেকে পিছিয়ে রাখা হয়েছে বলে তারা মনে
করছেন। বরাকের অন্যান্য জেলা মত সমতালে উন্নয়ন ছোঁয়া পিছিয়ে হাইলাকান্দি
সর্বক্ষেত্রে। এযেন একটা বৈষম্যের দিক চোখে লাগছে আন্দোলনকারিদের ।
কোন মন্তব্য নেই