Header Ads

বাংলাদেশ হাইকমিশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি নয়া দিল্লীতে


নয়া ঠাহর প্রতিবেদন, নয়া দিল্লী : আগামীকাল ২১ ফেব্রুয়ারী, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উল্লেখ্য, ১৯৫২ সালের ঠিক এই দিনেভাষা শহীদদের বুকের রক্তে রক্তাক্ত হয়েছিল ঢাকার রাজপথ। নিজের মায়ের ভাষার মর্যাদা রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তারা। ১৯৯৯ সালে, UNESCO এই দিনটিকে "International Mother's Language Day" হিসেবে ঘোষণা করা হয়। পৃথিবীতে দ্রুত বিলীয়মান ভাষা সমূহের প্রসারে ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিগত ২০০০ সাল থেকে আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালিত হয়ে আসছে। তাই, প্রতি বছরের মত এবারও নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশন এই দিবসটি পালন করার জন্য কিছু কার্যসূচি হাতে নিয়েছে। আগামীকাল ২১ ফেব্রুয়ারী ২০২০, নয়া দিল্লীর, চানক্যপুরী, ডঃ এস. রাধাকৃষ্ণণ মার্গে, সকাল ৯-৩০ মিনিট থেকে ১০-৩০ মিনিটের মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের বাণী পাঠ প্রভৃতি অনুষ্ঠান পালন করা হবে। সন্ধ্যা ৬-৩০টা থেকে রাত্রি ৮-০০ টার মধ্যে এই দিবসটির তাৎপর্যের উপর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করছেন হাই-কমিশনার মোহাম্মদ ইমরান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.