Header Ads

ব্যাঙ্কের নথি, জমির করের নথি নাগরিকত্বের প্রমাণ নয় বলে জানাল গুয়াহাটি হাইকোর্ট

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 18 ফেব্রুয়ারি
অসমে গত বছরের আগস্ট থেকে চালু হয়েছে এনআরসি। তালিকা থেকে নাম বাদ গেছে  প্রায় ১৯  লক্ষ মানুষের । এই নাম বাদ পড়ুয়াদের একজন হলেন জাবেদা বেগম । এনআরসি অসমে চালু হওয়ার পর তিনি এখন বিদেশি । ফরেনার্স ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন জাবেদা বেগম । জাবেদার মামলার ভিত্তিতে মঙ্গলবার বিচারপতি মনোজিৎ ভূঁইয়া ও পার্থিবজ্যোতি শইকিয়ার বেঞ্চ জানিয়েছে,  প্যান কার্ড, ব্যাঙ্কের নথি বা জমির কর দেওয়ার রসিদ কখনই নাগরিকত্বের প্রমাণ নয় ।

ছবি, সৌঃ আন্তৰ্জাল

গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওয়া পরিচয়পত্র সহ ১৪  -টি নথি ফরেনার্স ট্রাইব্যুনালে জমা দিয়েছিলেন জাবেদা বেগম । কিন্তু তাঁর বাবা-মায়ের সঙ্গে সম্পর্কিত কোনও  নথি জমা দিতে পারেননি তিনি । যার ফলে তাঁর আবেদন গ্রাহ্য হয়নি।


২০১৬ সালে অন্য একটি মামলার ভিত্তিতে একি রায় দিয়েছিল ওই উচ্চ আদালত । ওই রায়ই বহাল রইল ।


অসম সরকার জানিয়েছে, সমস্ত রকম আইনি পথ শেষ না হওয়া অবধি এনআরসি-র বাইরে থাকা মানুষজনের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেওয়া হবে না ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.