Header Ads

পূর্ত্তমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সাংসদ তপন গগৈয়ের বাইকে চেপে নাজিরাতে পথ ঘাট পরিদর্শনে গেলে বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া দল বল নিয়ে পথ অবরোধ করেন, মন্ত্রী পীযূষ এর হুমকি এবার বিজেপি কংগ্রেসকে বাধা দেবে


অমল গুপ্ত, গুয়াহাটি : নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আসু, জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপির নেতা-মন্ত্রীদের কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করে যাচ্ছে, তাতে নতুন কথা নেই, আজ বিজেপি সভাপতি রঞ্জিত দাসকে উজান অসমের বরাপাথারে আসু গাড়িকে ঘিরে কালো পতাকা দেখানো হয়। এবার রাজ্যবাসী দেখলো জরাজীর্ণ পথ-ঘাট দেখতে গিয়ে স্বয়ং পূর্ত্তমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে কংগ্রেস দলের বাধার সম্মুখীন হতে হল। আজ হিমন্তবিশ্ব শর্মা যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেস্বর শইকিয়ার বিধানসভা কেন্দ্র নাজিরার জরাজীর্ণ পথ-ঘাট পরিদর্শনে যান তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী সইকিয়ার পুত্র তথা স্থানীয় কংগ্রেস বিধায়ক দেবব্রত শইকিয়া দলবল নিয়ে পথ অবরোধ করে হিমন্তকে বাধা দেন, তার অভিযোগ বার বার দাবি জানানোর পরও পূর্ত্তমন্ত্রী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজ তার হাতে একটি স্মারকপত্র দিতে চেয়ে ছিলাম,  মন্ত্রী গাড়ি থেকে নামলেন না। বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকিয়ার নেরত্বে চলা পথ অবরোধকারীদের পুলিশ বাধা দিয়ে সরিয়ে দেয়। বিজেপি সাংসদ তপন গগৈর বাইকে চড়ে হিমন্ত রাস্তা-ঘাট পরি দর্শন করছিলেন। হিমন্ত জানান, গত 15 বছরে নজিরাতে এক পয়সার কাজ হয়নি,  অনেকগুলো রাস্তা তৈরী করতে হবে,  এর জন্য কয়েক কোটি টাকা খরচ হবে। এপ্রিল মাসের মধ্যে কাজ শুরু হবে। এপ্রিল মাসেই নারকেল ভেঙে কাজ শুরু হয়ে যেতে পারে,   অথচ তাতে বাধা দিচ্ছে কংগ্রেস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা বলেন,  কংগ্রেস সরকারের কাজে বাধা দিতে পারে না, এবার বিজেপি ও কংগ্রেসকে বাধা দেবে। দেবব্রত অভিযোগ করেন সামনে বিধান সভার বাজেট অধিবেশন, কংগ্রেস বিজেপির নানা কাজের সমালোচনা করবে, তা ঠান্ডা করতে সারা বছর পরে  থাকলো এখন রাস্তা সারায়েই কথা মনে পড়েছে। হিমন্ত আজ শিবসাগরের কংগ্রেস বিধায়ক প্রয়াত প্রণব গগৈর পুত্র সমীর গগৈয়ের সঙ্গে সাক্ষাৎ করেন,  বিজেপির শিবসাগরের বিধানসভার প্রার্থী হিসেবে সমীরের নাম বিবেচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ হিমন্ত রাজ্যসভার প্রার্থী সম্পর্কে বলেন, দুটি আসনে বিজেপি জিতবে। একটি আসন শরিক দল বি পি এফের জন্য থাকবে, একটি আসন বিজেপির, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রার্থী হবে তার নাম বলেছেন। অন্য সূত্র জানান, বিজেপি দলে যোগ দেওয়া ভুবনেশ্বর কলিতা, ও বি পি এফ দলের সাংসদ বিশ্বজিৎ দৈমারীকে পুনরায় প্রার্থী করা হতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.