সার্জিল ইমাম রাজ্যের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করে ছিলেন
অমল গুপ্ত : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র
সার্জিল ইমাম অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ডাক দিয়ে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে
বলে অভিযোগ তুলে পুলিশ গ্রেফতার করেছে। অসম পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক গোপন
তথ্য পেয়েছে বলে দাবি করেছে। রাজ্যের বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিবিদের সঙ্গে ইমামের যোগসাজশে
অভিযোগ পাওয়া গেছে। অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, অনেকের সঙ্গে সম্পর্ক আছে, পুলিশ তদন্ত করছে। এ আই ইউ ডি এফ-এর প্রধান
বদরুদ্দিন আজমলের সঙ্গে দেখা হয়েছিল সার্জিলের পুলিশের কাছে এই অভিযোগ এসেছে। এ আই
ইউ ডি এফ-এর পক্ষ থেকে আজ স্পষ্টভাবে
জানানো হয়েছে, বদরুদ্দিন আজমল
একজন সাংসদ, তার সঙ্গে
প্রতিদিন বহু মানুষ আসেন, কে সার্জিল,
কে নয় তা কি করে জানবেন?
তার নামে ভিত্তিহীন সব
খবর রটানো হচ্ছে। বিজেপি সভাপতি রণজিৎ দাস বলেন, সার্জিল ইমাম যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের
প্রত্যেককে পুলিশের জেরা করা উচিত।
কোন মন্তব্য নেই