Header Ads

অশান্ত দিল্লির উপদ্ৰুত গলি মহল্লা ঘুরে দেখলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 
দিল্লিতে অশান্তি অব্যাহত। আধা সেনাবাহিনী নামানো হলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আসেনি। বাড়ছে মৃতের সংখ্যা। হিংসায় এখনও পৰ্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। আহত হয়েছেন  আড়াইশোর কাছাকাছি। গত তিন দিন ধরে দিল্লিতে হিংসার ঘটনায় অবশেষে বুধবার মুখ খুলেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। তিনি টুইট করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আৰ্জি জানিয়েছেন। তিনি লিখেছেন -শান্তি ও সম্প্ৰীতি দেশের সংস্কৃতির মূল কথা। দিল্লির ভাই বোনদের কাছে তিনি অনুরোধ করেন শান্তি এবং সম্প্ৰীতি বজায় রাখার জন্য। কিন্তু প্ৰধানমন্ত্ৰীর সম্প্ৰীতির বাৰ্তা দিতে এতো দেরি হল কেন তা নিয়েই প্ৰশ্ন উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। 


ছবি, সৌঃ আন্তৰ্জাল

তার আগে এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করে মোদী সরকারের নীরবতা নিয়ে প্ৰশ্ন তোলেন কংগ্ৰেস সভানেত্ৰী সোনিয়া গান্ধী। দিল্লির হিংসার ঘটনার দায় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহের কাধে চাপিয়ে তাঁর পদত্যাগের দাবি তোলেন সোনিয়া গান্ধী। কংগ্ৰেসের সাধারণ সম্পাদক প্ৰিয়ঙ্কা গান্ধী বঢরা। দিল্লির কংগ্ৰেস কৰ্মীদের উদ্দেশ্যে প্ৰিয়ঙ্কার বাৰ্তা- শান্তি প্ৰতিষ্ঠা করতে যা যা করণীয় তা যেন করা হয়। 

কেন্দ্ৰের নিৰ্দেশেই এদিন বিকেলে দিল্লির হিংসা উপদ্ৰুত এলাকা ঘুরে দেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এদিন দিল্লির উত্তরপূৰ্ব এলাকার জাফরাবাদ, মৌজগঞ্জের গলি মহল্লা ঘুরে দেখেন। সাধারণ মানুষকে তিনি আশ্বাস দিয়ে বলেন পৰ্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে আশঙ্কার কোনও কারণ নেই। ডোভাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক তরুণী ছাত্ৰী এগিয়ে এসে- প্ৰচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছেন। পড়াশুনো করতে পারছেন না। রাতে ঘুমোতে পারছেন না বলে অভিযোগ করেন। এরপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে বুঝিয়ে বলেন- চিন্তার কারণ নেই। পুলিশ মোতায়েন রয়েছে। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.