Header Ads

দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মনমোহন, প্রশ্ন তুললেন শব্দের প্রয়োগ নিয়ে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে
আক্রমণ করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
তিনি বলেন, সরকারের বিবরণ অবশ্য মন্দা শব্দটিকে সমর্থন করে না। তিনি বলেন, সমস্যা হল এই যে যদি সমস্যাকেই স্বীকার করা না হয়, তাহলে পরিস্থিতির সংশোধনে উত্তর খোঁজা নিয়েও প্রশ্ন থেকে যায়।

মন্টেক সিং আলুওয়ালিয়ার বই 'ব্যাকস্টেজ' প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এই বইয়ে ইউপিএ সরকারের ভাল দিকগুলির পাশাপাশি দুর্বল দিকগুলিকেও তুলে ধরা হয়েছে। মনমোহন সিং বলেন, তিনি মনে করেন, বিষয়টি বিতর্কের। আর এই নিয়ে বিতর্কও হওয়া উচিত কেননা, সরকার মন্দা শব্দটিকেই স্বীকার করে না। এটা দেশের পক্ষে ভাল নয়, মন্তব্য করেছেন তিনি।
মনমোহন সিং বলেন, যদি সমস্যাই চিহ্নিত না করা হয়, তাহলে পরিস্থিতির সংশোধনে উত্তর খোঁজা নিয়েও প্রশ্ন থেকে যায়। এটাই হল ভয়ের, মন্তব্য করেছেন তিনি। ১৯৯০-এর দশকে তৎকালীন প্রধানমন্ত্রী নরসীমা রাও ছাড়াও পি চিদাম্বরম এবং আলুওয়ালিয়া দেশের অর্থনীতির উদারীকরণে যে পদক্ষেপ নিয়ছিলেন তারও প্রশংসা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.