Header Ads

লামডিঙে লিটিষ্টার একাডেমির ২১তম বাৎসরিক উৎসব পালন




স্বপন দাস, লামডিং : লিটিষ্টার একাডেমির ২১তম বাৎসরিক উৎসব তিন দিন ব্যাপী বিভিন্ন কার্যসুচীর মাধ্যমে পালিত হয়। তিনদিন ধরে স্থনীয় নিউকলনিতে অ্যাকাডেমির স্কুল প্রাঙ্গনে স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন খেলাধুলা, আকস্মিত বক্তৃতা, যেমন খুশি তেমন সাজো, নাটক, বৃক্ষরোপণ ইত্যদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ১৪ ফেব্রুয়ারি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরন অনুষ্ঠান। সকাল ১০টায় তাপসি বরুয়ার পরিচালনায় ছাত্রছাত্রীদের দিয়ে সমবেত সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অসম সাহিত্য সভার শুয়ালকুচি অধিবেশনে সম্মানিত লামডিং প্রেস ক্লাবের সভাপতি অনিমেষ মজুমদার, পি ডব্লিউ ডি-র এস ডিও সি কে গোহাই, বিদ্যুৎ বিভাগের এস ডিও অরূপ কুমার বরা, পি ডব্লিউডি-র জুনিয়র ইঞ্জিনিয়ার সুজিত সেন, বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সম্পাদক ভোলানাথ চক্রবর্তী, হোজাই জেলা কর্মচারি পরিষদের সম্পাদক প্রণব চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ধিরাজ দে প্রমুখ অতিথিদের ফুলাম গামোছা দিয়ে সম্মানিত করেন অধ্যক্ষা জয়শ্রী আচার্য এবং অন্যান্য শিক্ষয়িত্রীরা। অনুষ্ঠানে গ্রীন হাউস, রেড হাউসের ছাত্রছাত্রীরা প্রতিযোগীতামূলক বিভিন্ন ধরনের সংগীত, নৃত্য এবং নাটক পরিবেশন করে। বিচারকের আসনে ছিলেন ভোলানাথ চক্রবর্তী, পূর্নিমা দে, তনুশ্রী আচার্য, সুনীল মজুমদার। ছাত্রছাত্রীদের এদিনের অনুষ্ঠান ছিল নজর কারার মত। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অরুপ কুমার বরা, তুলসীপদ চৌধুরী, মনরঞ্জন গোপ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরুপে পরিচালনা করেন মাম্পী তালুকদার, পূজা সিং, সিমা মজুমদার। সহযোগিতায় ছিলেন তাপসী বরুয়া, সপ্না গোপ, রুমা চৌধরী, মনি সাহা। সবার শেষে স্কুলের অধ্যক্ষা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জানান, লিটিলষ্টার একাডেমির প্রসারিত শাখার উদ্বোধন   আগামী ২৮ ফেব্রুয়ারি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.