সামনেই নির্বাচন, বড়ো ভূমি উত্তপ্ত হচ্ছে, আবসু সভাপতি প্রমোদ রাজনৈতিক দলে যোগ
অমল গুপ্ত : বি টি সি নির্বাচন এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা।
এর মধ্যে বিটিসি-র রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। বিটিসি প্রধান হাগ্রামা মহিলারীর
পত্নীর গাড়ি আক্রমণ, এক ব্যবসায়ীর
হত্যাকাণ্ডের ফলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উদালগুড়ির ভুতিযাংচাঙ বি পি এফ কর্মী,
ব্যবসায়ী খায়রুল হককে
দুষ্কৃতিকারীদের হাতে প্রাণ গেছে। হাগ্রামা মহিলারী এই হত্যাকাণ্ডের পেছনে সাংসদ
নব সরনিয়ার দিকে আঙ্গুল তুলেছেন। তার অভিযোগ সরনিয়ার হাতে বেআইনিভাবে অস্ত্র সস্ত্র
মজুত আছে। সাংসদ সরনিয়া পাল্টা হগ্রামার দিকে আঙ্গুল তুলেছেন। এদিকে চিরাঙে ইউ পি
পি এল-এর বিশাল সভায় আবসুর সদ্য পদত্যাগী সভাপতি প্রমোদ বড়ো আনুষ্ঠানিকভাবে
উর্খ্যাও গৌরা ব্রহ্মের রাজনৈতিক দল ইউ পি পি এল দলে যোগ দিয়ে হাগ্রামার দুর্নীতি
নিয়ে সরব হলেন। আজ এন ডি এফ বি-র চারটি গোষ্ঠীর এই দলে যোগ দেওয়ার কথা ছিল,
কিন্তু এন ডি এফ বি-র
নেতা রঞ্জন দৈমারীর জামিন বাতিল করার জন্যে কোনো গোষ্ঠী আজ জনসভায় সামিল হয়নি।
এদিকে, আজ ঢেকিয়াজুলিতে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ হাতে তীর ধনুক নিয়ে
দাবি জানায়, বড়ো শান্তি
চুক্তির মতো আদিবাসিদের সঙ্গেও শান্তি চুক্তি করতে হবে। তাদের তপশীল ভুক্ত করতে
হবে, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি
করতে হবে।
কোন মন্তব্য নেই