দিল্লির হিংসা : ইট,পাথর আনতে বলা হয়েছিল! তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
এখনও আতঙ্কের প্রহর কাটাচ্ছে দিল্লি। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ক্রমাগত জ্বলে উঠেছে বিক্ষোভের আগুন। দেশে জারি হওয়া সিএএ’র বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে একের পর এক মৃত্যুর ঘটনা উঠে আসতে শুরু করে দিল্লিতে। প্রশ্ন উঠছে, কেন এই হামলা? কেন এই সংঘর্ষের সূত্রপাত? কী থেকে এমন ঘটনা ঘটেছে? দিল্লি হিংসা নিয়ে তদন্ত শুরু হতেই একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে আসতে শুরু করেছে তদন্তকারীদের।
ঠিক যখন ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসেছেন, তখনই আচমকা শুরু হয়ে গেল দিল্লিতে হিংসা ! এই ঘটনা প্রথম থেকেই সন্দেহে রেখেছে দিল্লি পুলিশকে। আর তার তদন্তের গতিপ্রকৃতি যেমন একদিকে চলছে, তেমনই পাশাপাশি জানার চেষ্টা চলছে যে, কেন দিল্লিতে এই সংঘর্ষের সূত্রপাত? কীভাবে এই হিংসা দানা বেঁধেছে? হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে কী কী তথ্য উঠে আসছে? দিল্লির হিংসার তদন্তে নেমে একাধিক সূত্র খুঁজে পাচ্ছে পুলিশ। পুলিশের নজর যেমন রয়েছে ১০০০ টি ফোন কলে, তেমনই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও নজর রেখেছে পুলিশ। আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের তদন্ত থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য় উঠে আসতে শুরু করেছে।
তদন্তকারীরা একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের ওপর তদন্ত চালিয়ে জানতে পেরেছেন যে সেখানে প্রতিবাদীদের ইট , পাথর প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়। এমনই দাবি সূত্রের। শুধু তাই নয়, হামলার ধরণ কেমন হবে, তাও নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। এমনই তথ্য় উঠে আসছে তদন্তে। তদন্তকারীদের দাবি, প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে প্রায় ২০০ জন।
একটি সূত্রের দাবি, দিল্লি হিংসা ট্রাম্পের সফরকালে ছড়িয়ে দিতে নেপথ্যে মদত দিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। পাকিস্তানের করাচি থেকে থেকে ঘুর পথে দুবাই ও নেপাল সীমান্ত দিয়ে জাল নোট পাচার হচ্ছে বলে খবর। আর সেই জাল নোটের সঙ্গে দিল্লি হিংসার যোগ রয়েছে বলে খবর। কাশ্মীরেরও তদন্তকারীদের দাবি, দিল্লি হিংসায় সংযোগ থাকতে পারে কাশ্মীরের যুবকদেরও। কাশ্মীরে জঙ্গি সংগঠন আইএস এর একটি মডিউল ইতিমধ্যেই বার্তা দিয়েছে যে , গণতন্ত্র নয় জেহাদের পথেই দিল্লিতে বিক্ষোভের পট পরিবর্তন করতে হবে। এমন বার্তা একটি ম্যাগাজিনে প্রকাশিত হতেই , তা গোয়েন্দাদের স্ক্যানারে এসে গিয়েছে।
কিছুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও খুবই তাৎপর্যপূর্ণ একটি বিবৃতিতে জানিয়ে দিয়েছিলেন দিল্লি নির্বাচনের পর রাজধানী দিল্লিতে রক্তাক্ত আন্দোলন ছাড়য়ে পড়বে !
কোন মন্তব্য নেই