Header Ads

প্ৰতিরক্ষা ক্ষেত্ৰে ভারত-আমেরিকার মধ্যে ৩০০ কোটি ডলারের চুক্তি হল

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 

৩০০ কোটি ডলারের প্ৰতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর হল ভারত ও আমেরিকার মধ্যে। মঙ্গলবার হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী এবং মাৰ্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প। ভারত ও মাৰ্কিন প্ৰতিরক্ষা ক্ষেত্ৰে উল্লেখযোগ্য আলোচনা হয়েছে বলে প্ৰেস বিবৃতিতে জানিয়েছেন দুই রাষ্ট্ৰপ্ৰধান। 

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
একযোগে করা হবে সন্ত্ৰাসবাদীর মোকাবিলা। নৌবাহিনীর জন্য ২৪টি মাল্টি-রোল এমএইচ-৬০ রোমিও অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টার ও অ্যাপাচি কপ্টার আমেরিকার থেকে কিনবে ভারত। পাশাপাশি আধুনিক সামরাস্ত্ৰ ও সামরিক সরঞ্জাম কেনার ব্যাপারেও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।


প্ৰতিরক্ষা ক্ষেত্ৰে ভারত-মাৰ্কিন সম্পৰ্ক আরও শক্তিশালি করার বাৰ্তা দিয়েছেন মাৰ্কিন প্ৰেসিডেন্ট ট্ৰাম্প।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.