নগরের পাণ্ডু স্থিত কামাখ্যা কলোনিতে পাঁচটা জল যোগান কেন্দ্রের উদঘাটন করলেন রাজ্যের বিত্ত ,শিক্ষা মন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার রাতে এই জল যোগান কেন্দ্রের উদঘাটন করা হয়। এর ফলে এলাকার জলের সমস্যা অনেকটা দূর হবে বলে আশা করছে স্থানীয় লোকেরা ।উদ্বোধনী অনুষ্ঠানে নিজের ভাষণ প্রসঙ্গে মন্ত্রীডঃ বিশ্ব শর্মা বলেন যে বর্তমান পান্ডুতে ১১টি জল যোগান কেন্দ্রের কাজ চলছে এবং আগামী সপ্তাহের ভিতরে আরো ১৬টি নতুন জল যোগান কেন্দ্রের কাজ শুরু হবে ।স্বাভাবিকভাবেই এলাকাবাসীদের জলের সমস্যা মিটবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য যে পাণ্ডু এলাকাতে গরমের সময় পানীয় জলের সমস্যা হয়ে থাকে। জল পাওয়া যায় না। ফলে স্বভাবিক ভাবেই সমস্যায় পরেন এলাকাবাসীরা।বিশেষ করে খাবার জলের জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। জলের সমস্যা নিয়ে রীতিমত অসুবিধায় পড়তে হয় লোকেদের।এই জল যোগান কেন্দ্রের উদ্ঘাটনের ফলে জলের সমস্যা কমবে বলে মনে করা হচ্ছে।
কোন মন্তব্য নেই