Header Ads

ডিভোর্স নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যের কড়া সমালোচনা করলেন অভিনেত্রী সোনম কাপুর

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৭ ফেব্রুয়ারি
রবিবার আমেদাবাদে আরএসএস কর্মীদের একটি সভায় ভাষণ দিতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত ডিভোর্সের কারণ নিয়ে মন্তব্য করেছিলেন । ভাগবত বলেছিলেন,  এখানকার দিনে শিক্ষিত ও স্বচ্ছল পরিবারেই ডিভোর্স বেশি হয় । কারণ শিক্ষা ও স্বচ্ছতার সঙ্গে আসে ঔদ্ধত্য । তা থেকেই ডিভোর্স হয় । এর ফলে সমাজ ভেঙে পড়ছে । কারণ সমাজও একটা পরিবার। মেয়েদের ঘরে বন্দি করে রাখারও বিরোধীতা করেছিলেন সঙ্ঘ প্রধান ।


ছবি, সৌঃ আন্তর্জাল


বলিউড অভিনেত্রী সোনম কাপুর ডিভোর্সের কারণ নিয়ে আরএসএস প্রধানের করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন । টুইটে সোনম কাপুর লেখেন, কোনও সুস্থ লোক এই ধরণের কথা বলতে  পারে? পশ্চাৎমুখী ও বোকা বোকা মন্তব্য । সোনম কাপুরের এই মন্তব্যের জেরে মিশ্র প্রতিক্রিয়ার দেখা মিলছে নেটিজেনদের তরফে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.